পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। আহত হয়েছেন তাঁর পরিবারের লোকজনও। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে মাইসুরু থেকে ১৩ কিলোমিটার দূরে কাদকোলায়। ঘটনার সময় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর সঙ্গে তাঁর ছেলে, জামাই ও নাতি এসইউভিতে চেপে বন্দিপুরায় যাচ্ছিলেন। চালক-সহ গাড়ির সব যাত্রীদের মাইসুরুর জেএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রহ্লাদ মোদীর নাতির মাথায় অল্পবিস্তর চোট লেগেছে। তবে, তিনি এখন বিপন্মুক্ত। দুর্ঘটনার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিকে বুলডোজার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনার পরই কর্নাটকের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ মোদীর কাঁধে চোট লেগেছে। তাঁর ছেলের পা এই দুর্ঘটনায় ভেঙে গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বান্দিপুরের রাস্তায় যাওয়ার পথেই প্রহ্লাদ মোদীর গাড়ি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। আর, তাতেই গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবিতেও দেখা গিয়েছে, গাড়ির সামনের অংশ পুরোপুরি তুবড়ে গিয়েছে।
প্রহ্লাদ মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে বাস করেন। সম্প্রতি গুজরাট বিধানসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচন হলেও প্রচারে প্রধান মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। ভোটের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ায় বিশেষ নিরাপত্তা পান প্রহ্লাদ মোদীও। দুর্ঘটনার সময় তাঁর গাড়ি একটা কনভয়ের মধ্যে ছিল। তারপরও কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির যন্ত্রাংশের সমস্যা না গাড়িচালকের দোষ, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।