কৃষক বিদ্রোহের সুর সপ্তমে। নয়া কৃষি আইনের প্রতিবাদে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধ ডাকলেন কৃষকরা। সিংঘু সীমানায় কৃষকরা এই বনধ ডেকেছেন।
উল্লেখ্য়, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন কৃষকরা। দু’বার সরকার পক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনও রফা মেলেনি।
আরও পড়ুন: ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালান’, ফোনে বিক্ষোভকারী কৃষকদের বললেন মমতা
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে বসে মোদী সরকার। কিন্তু সেই বৈঠকও নিষ্ফলা হয়। কৃষকদের বিক্ষোভের আঁচে কৃষি আইনে সংশোধন আনতে পারে সরকার, এমন ইঙ্গিত দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কিন্তু তাতেও বরফ গলেনি।
কৃষক বিক্ষোভ ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকেও। এ ইস্য়ুতে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়েছেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের ৫ বারের মুখ্য়মন্ত্রী প্রকাশ সিং বাদল।
প্রসঙ্গত, কেন্দ্রের আনা বিতর্কিত কৃষি আইন ঘিরে গত কয়েকদিন ধরে বিক্ষোভরত অসংখ্য় কৃষকরা। এই আইন প্রত্য়াহারের দাবিতে পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি অভিযানে সামিল হয়েছেন। যা ঘিরে দিল্লি সীমানা এলাকা উত্তপ্ত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন