পাঞ্জাবের বিজেপি বিধায়ককে বিবস্ত্র করে মারধরের ঘটনায় চার কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির প্রতিবাদে সোমবার মালাউতের ভাটিন্ডা চকে দিনভর ধর্নায় বসলেন কৃষকরা। তাঁদের দাবি, অবিলম্বে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর বাতিল করে তাঁদের মুক্তি দিতে হবে। পরে সন্ধে সাড়ে সাতটার পর পুলিশ আধিকারিকরা নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে অবস্থান তোলেন কৃষকরা।
প্রসঙ্গত, মুক্তসার পুলিশ রবিবার চারজনকে গ্রেফতার করেছে এবং আরও ২৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। গত শনিবার পাঞ্জাবের আবোহারের বিজেপি বিধায়ক অরুণ নারাংকে মালাউত শহরে প্রকাশ্যে বিবস্ত্র করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। প্রতিবাদী কৃষকদের দাবি, এই হামলা পুরোপুরি সাজানো ঘটনা। বিধায়কের মস্তিষ্কপ্রসূত, যাতে কৃষকদের ঘাড়ে দোষ চাপানো যায়।
এদিনের ধর্নার জেরে মুক্তসার, ভাটিন্ডা, আবোহার এবং দাবওয়ালির দিকে যান চলাচল ৯ ঘণ্টা ব্যাহত হয়। প্রতিবাদী কৃষকদের দাবি, তাঁদের উপর মানসিক নির্যাতন করছে বিজেপি। তাঁদের আরও দাবি, পুলিশের এফআইআরে এমন এক কৃষকের নাম রয়েছে যিনি তিন বছর আগে মারা গিয়েছেন। সেদিনের ঘটনায় যাঁরা সেখানে উপস্থিত ছিলেন না তাঁদের নামেও এফআইআর দায়ের করেছে পুলিশ।
পাঞ্জাব কিষাণ ইউনিয়নের সদস্য নির্মল সিং জানিয়েছেন, "সেদিনের ঘটনায় শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে কিছু অসামাজিক ব্যক্তি ঢুকে পড়ে বিধায়কের কাপড় ছিঁড়ে দিয়েছে। যা মোটেই কাম্য নয়। কৃষকরা এধরনের হিংসায় যুক্ত থাকে না। এটা একপ্রকার চক্রান্ত করে আন্দোলনকে ভুল পথে চালনা করার প্রচেষ্টা হচ্ছে।"