Advertisment

Farmers’ protest: কৃষক আন্দোলনে ভারতের সঙ্গে গ্রিসের মিল খুঁজে পেলেন মিৎসোটাকিস, কী বললেন?

পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে চলমান কৃষকদের বিক্ষোভের মধ্যে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) একটি বড় বিবৃতি দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mitsotakis

'ভারত-গ্রীস বিজনেস ফোরাম'-এ ভাষণ দেওয়ার সময়, মিৎসোটাকিস বিভিন্ন সেক্টর সম্পর্কে কথা বলেছেন যেখানে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। (পিটিআই)

ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি দাবি করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইতিমধ্যেই দশদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রতিবাদের। চার বার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেও মেলেনি কোন সমাধানসূত্র। কেন্দ্রের তরফে কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। তবে ২২-বছর-বয়সী কৃষক শুভকরন সিং-এর মৃত্যু , আন্দোলনকে এক অন্যরূপ দিয়েছে।

Advertisment

পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে চলমান কৃষকদের বিক্ষোভের মধ্যে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি, একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে উভয় দেশেই কৃষকদের প্রতিবাদ একটি অভিন্ন বিষয়। মুম্বইতে 'ইন্ডিয়া-গ্রীস বিজনেস ফোরাম'-এ ভাষণ দেওয়ার সময় ভারত সফরে থাকা মিৎসোটাকিস এমন অনেক ক্ষেত্র উল্লেখ করেছেন যেখানে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, “আমাদের দুদেশের মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে, তবে আমি দেখলাম আমাদের মধ্যে আরও একটি জিনিস মিল রয়েছে। কৃষকরা গ্রীস এবং ভারত উভয় স্থানেই প্রতিবাদে সামিল রয়েছেন। গত ১৫ বছরে মিৎসোটাকিস হলেন প্রথম গ্রীক প্রধানমন্ত্রী যিনি ২দিনের ভারত সফরে আসেন।

গ্রিসে কৃষকরা কেন বিক্ষোভ করছে?

পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তবর্তী এলাকার কৃষকরা তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টি দাবি করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। অন্যদিকে, গ্রিসেও ফসলের দাম বাড়ার প্রতিবাদে কৃষকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। কৃষকরা সরকারের কাছে এ খরচের জন্য আর্থিক সহায়তা দাবি করছেন।

Farmers Movement
Advertisment