রাজধানীতে অবশেষে বিক্ষোভরত কৃষকদের ঢুকতে অনুমতি পুলিশের

শেষ পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি দিল পুলিশ। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সোচ্চার কৃষকরা।

শেষ পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি দিল পুলিশ। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সোচ্চার কৃষকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
farmers protest, কৃষক বিক্ষোভ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিক্ষোভরত কৃষকদের শেষ পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি দিল পুলিশ। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে সোচ্চার কৃষকরা। উত্তর পশ্চিম দিল্লি বুরারি এলাকায় কৃষকদের যেতে ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিশ।

Advertisment

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে দিল্লি পুলিশের মুখপাত্র ড. এইশ সিঙ্ঘল জানিয়েছেন, কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর নিরানকারি মাঠে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য় সমস্ত কৃষকদের অনুমতি দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘শান্তি বজায় রাখতে সকলের কাছে আর্জি রেখেছি আমরা’’।

Advertisment


আরও পড়ুন: বিক্ষোভ চলাকালীন পথ দুর্ঘটনায় মৃত্যু কৃষকের, স্টেডিয়ামকে জেল বানাতে আর্জি পুলিশের

এদিন, সিংঘু ও টিকরি সীমানা দিয়ে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রতিহত করতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামানও ব্য়বহার করে পুলিশ। সিংঘু সীমানায় পুলিশকে লক্ষ্য় করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি আয়ত্তে আনতে পাল্টা মৃদু লাঠিচার্জ করে পুলিশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news