/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-4-2024-03-03T181236.967.jpg)
এদিকে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা শম্ভু, খানৌরি এবং ডাবওয়ালিতে সীমান্ত পাহারা দিতে থাকবে। এছাড়া আগামী ১০ মার্চ রোববার দেশব্যাপী রেল রোকো কর্মসূচি পালন করা হবে। (এক্সপ্রেস ফাইল ছবি)
১০ মার্চ দেশব্যাপী 'রেল রোকো'! বিরাট ঘোষণা কৃষকদের। ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে কৃষক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মাঝে কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল ও সারওয়ান সিং পান্ধের রবিবার বলেছেন, যে 'আমাদের দিল্লি চলো পদযাত্রা স্থগিত করা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে'।
জগজিৎ সিং ডাল্লেওয়াল বলেছেন, “আমি স্পষ্ট করে বলতে চাই যে দিল্লি যাওয়ার কর্মসূচি স্থগিত করা হয়নি। আন্দোলন থেকে আমরা পিছপা হইনি। ডাল্লেওয়াল আরও বলেছেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৬ মার্চ সারা দেশ থেকে দলে দলে কৃষক ট্রেন, বাস এবং বিমানে দিল্লিতে এসে পৌঁছাবে। আমরা ১০ মার্চ দুপুর ১২ থেকে ৪টে পর্যন্ত 'রেল রোকো'-এর ডাক দিয়েছি।
পাঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, সারওয়ান সিং পান্ধেরও বলেছেন, যে খানৌরি এবং শম্ভু সীমান্ত থেকে ফের কৃষকরা তাদের আন্দোলন শুরু করবেন। আন্দোলনে অনড় রয়েছেন কৃষকরা। ১৪ মার্চ 'কিষাণ মহাপঞ্চায়েতে'র ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। এ বিষয়ে ইউনাইটেড কিষাণ মোর্চা জানিয়েছে, প্রায় ৪০০ কৃষক সংগঠন অংশ নেবে।
কৃষকদের দাবি কী?
আন্দোলনকারী কৃষকদের শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, কৃষক ও কৃষি শ্রমিকদের জন্য পেনশন এবং কৃষি ঋণ মওকুফ সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন।