ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা! কৃষক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হরিয়ানা

Farmers Movement: রাজ্যের শাসক জোটের (বিজেপি-জেজেপি) সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের ডাক এই কর্মসূচির অংশ।

Farmers Movement: রাজ্যের শাসক জোটের (বিজেপি-জেজেপি) সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের ডাক এই কর্মসূচির অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Farmer Agitation, Haryana, Farm BIll

হরিয়ানার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা।

Farmers Movement: কৃষকদের বিক্ষোভ মিছিলকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল হরিয়ানায়। কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা এই অভিযানের ডাক দিয়েছিল। রাজ্যের শাসক জোটের (বিজেপি-জেজেপি) সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের ডাক এই কর্মসূচির অংশ। সেই বিক্ষোভ মিছিলকে ঘিরেই পুলিশ-কৃষক খণ্ডযুদ্ধ। আগামি ১১ অক্টোবর পর্যন্ত হরিয়ানাজুড়ে চলবে এই বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি। এমনটাই কিষাণ মোর্চা সূত্রে খবর।

সাংসদ-বিধায়কদের বাড়ির সামনে তৈরি করা পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা হলে  বাধা দেয় পুলিশ। তখনই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কারনালে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বাড়ির সামনে আধা-সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। তাঁর বাড়িমুখী সব রাস্তায় বসেছে হরিয়ানা পুলিশের ব্যারিকেড।  

Advertisment

এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে হরিয়ানা পুলিশের এক কর্তা বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তুর হিংসার আশ্রয় নিয়ে কেউ যদি পথ বা জাতীয় সড়ক অবরোধ করে তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।‘

এই ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে সংযুক্ত কিষাণ  মোর্চার এক নেতা বলেছেন, ‘হরিয়ানার মুখ্যমন্ত্রী একজন বিধায়ক। তাই তাঁর বাড়িও ঘেরাও হবে। ৫-৬ হাজার কৃষক এই কর্মসূচিতে অংশ নেবে। গোটা রাজ্যে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক সাংসদ-বিধায়কের বাড়ির সামনে আমরা শস্যভর্তি ট্রাক্টর রেখে অবস্থান করব।‘

Advertisment

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

haryana Farm Bill Farmers Agitation Delhi Border Farmers Protest