রাজধানীর বুকে কৃষক মিছিলই হয়ে উঠল মোদী সরকারকে আক্রমণের জন্য বিরোধী ঐক্যের মঞ্চ। বৃহস্পতিবার বাম কৃষক ও ক্ষেত মজুর সংগঠনগুলির মিছিলে যোগ দেন সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী। সেই মঞ্চ থেকেই মোদী সরকারকে একযোগে নিশানা করেন নেতারা।
এদিন রাহুল বলেন, "কৃষকরা মোদী সরকারের কাছ থেকে কোনও উপহার চাইছে না। বরং, যে পাওনা বাকি রয়েছে, তা মিটিয়ে দেওয়া হোক"। অন্যদিকে, কেন্দ্রকে অবিলম্বে স্বামীনাথন প্যানেলের সুপারিশ কার্যকর করার দাবি জানান কেজরিওয়াল। এছাড়া, বিরোধী দলগুলিকে একজোট হয়ে দেশের তরুণ এবং কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কৃষক এদিন জমায়েত করেছেন রাজধানীর রামলীলা ময়দানে। সেখান থেকে সংসদের দিকে রওনা হয় ভুখা মানুষের এই মিছিল। ঋণ মকুব-সহ মূলত তিনটি দাবিতে বৃহস্পতিবার থেকে দু-দিন ব্যাপী কৃষকদের বিক্ষোভ চলছে দিল্লিতে।
It is high time that the Parliament debates the ongoing agrarian crisis & comes up with solutions to deal w/the fundamental problems facing our farmers. 70% of our citizens are farmers, and yet they struggle to get their voices heard.
— Shashi Tharoor (@ShashiTharoor) November 30, 2018
অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র থেকে প্রায় এক লক্ষ কৃষক রাজধানীতে জমায়েত করেছেন।
#DilliChalo #KisanMuktiMarch pic.twitter.com/9CwQpk8yNi
— CPI (M) (@cpimspeak) November 29, 2018
তেলেঙ্গানায় আত্মহত্যা করা কৃষক পরিবারের মহিলারাও এদিন ট্রেনে চড়ে ৩০ ঘণ্টার পথ অতিক্রম করে যোগ দিয়েছেন বিক্ষোভ মিছিলে। জানা যায়, ট্রেনের টিকিট কাটার জন্য টাকা জমাতে রীতিমতো বেগ পেতে হয়েছে তাদের।
यहां बैठे सभी किसान को अब एक नारा मन मे रख लेना चाहिए,
"नरेंद्र मोदी, किसान विरोधी": @_YogendraYadavWatch Facebook Live: https://t.co/uIJGqqaFkW pic.twitter.com/87nV0PLPXa
— Swaraj India (@_SwarajIndia) November 30, 2018
A spl. session of parliament should discuss the #watercrisis India faces, which is much greater than a drought.
Access to drinking water must be established as a fundamental human right. #KisanMuktiMarch pic.twitter.com/jCHI81eKrY
— The People's Archive (@PARInetwork) November 29, 2018
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে টুইট করছে রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রনেতারা এবং বিরোধী সাংসদরা।
Rani Rashmoni Road flooded with red flags as Comrade @mishra_surjya addressed the gathering. #SingurKisanMarch #KisanMuktiMarch #KisanLongMarch #DilliChalo pic.twitter.com/AcD6ZSJqMD
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) November 29, 2018
অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি (এআইকেএসসিসি) আয়োজিত এই বিক্ষোভ মিছিলকে সমর্থন করেছে বাম-সহ বিভিন্ন কৃষক সংগঠনই।
आज देश के किसान अपनी बात संसद तक पहुँचाने के लिए दिल्ली की सड़कों पर निकले हैं, लेकिन अंबानी-अडानी के हवाई जहाजों में घूमने वाले लोग जनता की सेवा के नाम पर मेवा खाने में लगे हुए हैं। आइए, हम खेत को किसानों की चिता बनने से रोकने के लिए अपनी आवाज़ बुलंद करें। #KisanMuktiMarch pic.twitter.com/JtGEBB2CAS
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) November 29, 2018
শুক্রবার সকাল থেকে বিক্ষোভের স্লোগান ছিল একটাই- 'অযোধ্যা চাইনা, ঋণ মকুব চাই'। রাজধানীর রাজপথে সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শুক্রবার সকাল থেকেই।
এআইকেএসসিসি-র তরফে দাবি, সাম্প্রতিককালে ঘটা কৃষক পদযাত্রাগুলির মধ্যে এদিনেরটি অন্যতম। বৃহস্পতিবারের এই মিছিলের জন্য প্রায় ৩,৫০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।