কৃষকদের আন্দোলন এবার গড়াল সুপ্রিম কোর্টে। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান ইউনিয়ন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
এদিকে, কৃষকদের সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে এদিন জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সাধারণ মানুষের স্বার্থে কৃষকদের আন্দোলন থামিয়ে আলোচনায় বসার আর্জি জানান কৃষিমন্ত্রী। তোমর আরও জানান যে, কেন্দ্র সরকার কৃষক ইউনিয়নকে প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু কোনও জবাব মেলেনি।
আরও পড়ুন: ডেন্টাল ক্যাম্প-ওষুধের দোকান-ওয়াশিং মেশিন-লাইব্রেরি, কৃষকদের বিক্ষোভস্থলে হাজারো বন্দোবস্ত
উল্লেখ্য়,কৃষকদের সঙ্গে নিয়ে বারংবার আলোচনার টেবিলে বসলেও জট কাটছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও নিষ্ফলা হয়। তারপরই লিখিত আকারে কৃষকদের খসড়া প্রস্তাব পাঠায় সরকার। যা পত্রপাঠ খারিজ করে দেন কৃষকরা।
তিন কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর বিজেপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। রিলায়েন্স, আদানি, আম্বানিদের প্রতিষ্ঠান ও সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়েছে। একের পর এক রাস্তা অবরোধ করা হবে, হুঁশিয়ারি কৃষকদের। এই প্রেক্ষাপটে তিন বিতর্কিত’ কৃষি আইনকে যেভাবে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল ভারতীয় কিষান ইউনিয়ন, তা এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন