Advertisment

কৃষি আইন প্রত্য়াহার ইস্য়ুতে পদ্মবিভূষণ ফেরত প্রকাশ সিং বাদলের

এবার এ ইস্য়ুতে পদ্মবিভূষণ সম্মান ফেরালেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের ৫ বারের মুখ্য়মন্ত্রী প্রকাশ সিং বাদল।

author-image
IE Bangla Web Desk
New Update
farmers protest, কৃষক

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে প্রতিবাদের সুর ক্রমশ জোরালো হচ্ছে। এবার এ ইস্য়ুতে পদ্মবিভূষণ সম্মান ফেরালেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের ৫ বারের মুখ্য়মন্ত্রী প্রকাশ সিং বাদল। উল্লেখ্য়, কৃষি আইনের প্রতিবাদে আগেই এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শিরোমণি অকালি দল।

Advertisment

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিতে প্রকাশ সিং বাদল লিখেছেন, ‘‘আমি যা, তা মানুষের জন্য়ই। বিশেষত, সাধারণ কৃষকদের জন্য়। আজ যখন সে তাঁর সম্মান হারিয়েছে, তখন পদ্মবিভূষণ সম্মান বয়ে বেড়ানোর কোনও মানে নেই’’।

এদিকে, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবি ঘিরে কৃষক বিদ্রোহে ফুঁসছে দিল্লি সীমানা লাগোয়া এলাকা। সরকারের সঙ্গে প্রথম দফার বৈঠকে রফা মেলেনি। এদিন আরেক দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে মোদী সরকার। অন্য়দিকে, আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং।

আরও পড়ুন: কৃষি আইন বাতিল করতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি কৃষকদের

দ্বিতীয় দফায় এদিন ৩৫টি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকের কথা কেন্দ্রের। গত মঙ্গলবার কৃষকদের সঙ্গে সরকারের বৈঠক নিষ্ফলা হয়। বুধবার বিক্ষোভরত কৃষকরা জানিয়েছেন, কৃষি আইন প্রত্য়াহার করতে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। সরকার দাবি না মানলে রাজধানীর অন্য় রাস্তাও অবরোধ করা হবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দিল্লিতে এদিন সাংবাদিক বৈঠকে কৃষক নেতা গুরনাম সিং চাদোনি বলেছেন, ‘‘যদি সরকার আমাদের দাবি না মেটায়, তাহলে আমাদের আরও পদক্ষেপ করতে হবে’’।

উল্লেখ্য়, কেন্দ্রের আনা বিতর্কিত কৃষি আইন ঘিরে গত কয়েকদিন ধরে বিক্ষোভরত অসংখ্য় কৃষকরা। এই আইন প্রত্য়াহারের দাবিতে পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি অভিযানে সামিল হয়েছেন। যা ঘিরে দিল্লি সীমানা এলাকা উত্তপ্ত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment