বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রের পঞ্চম বৈঠকও নিষ্ফলা। ৯ তারিথ ষষ্ঠ বৈঠকের আগে মোদী সরকারের উপর চাপ বাড়াতে ভারত বনধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলো। রবিবার সেই বনধকে সম্পূর্ণভাবে সমর্থনের কথা জানাল কংগ্রেস। দেশের সব রাজ্যের রাজধানী ও জেলাতে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধী চাষীদের ডাকা বনধের সমর্থনে সভা-সমাবেশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণী সুপার স্টার তথা মাক্কাল নিধি মায়াম প্রধান কমল হাসানও কৃষকদের সমর্থনের কথা জানিয়েছেন। চলতি প্রতিবাদ কর্মসূচিতে তাঁর দলও অংশীদার হচ্ছে বলে ঘোষণা করেছেন কমল হাসান। মাক্কাল নিধি মায়ামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, হরিয়ানা রাজধানী সীমানায় বিক্ষোভকারী কৃষকদের কাছে দলের ১০ সদস্য যাবেন। দাবি জানাবেন কেন্দ্রীয় তিন কৃষি আইন প্রত্যাহারের।
কোনও সমাধান সূত্র বের না হওয়ায় কেন্দ্র-আন্দোলনকারী পঞ্চম দফার বৈঠকও নিষ্ফলা। কৃষক সংগঠনগুলির কাছে আরও সময় চেয়েছে কেন্দ্র। যাতে বিস্তারিত প্রস্তাব কৃষকদের সামনে পেশ করা যায়, তার জন্য আবার আগামী ৯ ডিসেম্বর বৈঠকে বসবে দুই পক্ষ। নিজেদের দাবিতে এদিনও অনড় ছিলেন কৃষক নেতারা। এদিন বৈঠকে মৌন ব্রত পালন করেন কৃষক নেতারা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় হ্যাঁ বা না-এ উত্তর দেন শুধু। সেইসঙ্গে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এককাট্টা তাঁরা। বহু চেষ্টা করেও তাঁদের সংকল্প ভাঙতে ব্যর্থ কেন্দ্র।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন