মহারাষ্ট্রে তিন বছরে ১২ হাজারের বেশি কৃষকের আত্মহত্য়া

তিন বছরে যে ১২ হাজার একুশ জন কৃষক মারা গিয়েছেন তাঁদের মধ্য়ে ৬,৮৮৮ জনের পরিবার সরকারি সাহায্য়ের অধিকারী বলে জেলা স্তরের কমিটি খতিয়ে দেখেছে।

তিন বছরে যে ১২ হাজার একুশ জন কৃষক মারা গিয়েছেন তাঁদের মধ্য়ে ৬,৮৮৮ জনের পরিবার সরকারি সাহায্য়ের অধিকারী বলে জেলা স্তরের কমিটি খতিয়ে দেখেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Farmers Suicide

পরিসংখ্য়ান পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের বিধান পরিষদে থেকে

২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্য়ে তিন বছরে মহারাষ্ট্রে ১২ হাজারেরও বেশি কৃষক আত্মহত্য়া করেছেন। রাজ্য়ের বিধান পরিষদ শুক্রবার এ কথা জানিয়েছে।

Advertisment

তিন বছরে যে ১২ হাজার একুশ জন কৃষক মারা গিয়েছেন তাঁদের মধ্য়ে ৬,৮৮৮ জনের পরিবার সরকারি সাহায্য়ের অধিকারী বলে জেলা স্তরের কমিটি খতিয়ে দেখেছে। রাজ্য়ের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ এক লিখিত জবাবে এ কথা জানিয়েছেন।

এখনও পর্যন্ত ৬৮৪৫ জন কৃষকের পরিবার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, ২০০৯ সালে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্য়ে ৬১০ জন কৃষক আত্মহত্য়া করেন। এঁদের মধ্য়ে ১৯২ টি ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার জন বিবেচিত হয়েছে।

Advertisment

বাকি আত্মহত্য়ার ক্ষেত্রগুলি ক্ষতিপূরণ দেওয়ার যোগ্য় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।