কৃষি বিল ঘিরে উত্তাল দেশ। সরব বিরোধী শিবির। রাস্তায় নেমে প্রতিবাদে মুখর কৃষকরা। চিড় ধরেছে এনডিএ-তেও। কিন্তু, দমতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের উভয় কক্ষে পাশ হওয়া কৃষি বিলের পক্ষে এদিনও 'মন কি বাত' অনুষ্ঠানে জোর সওয়াল করলেন মোদী। বললেন, 'এখন কৃষকরা তাঁদের স্বইচ্ছির মালিক। এখন থেকে যেখানে ইচ্ছা সেখানেই কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন।' তাঁর কথায়, কৃষি প্রধান ভারতে কৃষকরাই হল অত্মমনির্ভরতার ভিত্তি।
এদিন কৃষি বিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, 'এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করবে। দামের তুল্যমূল্য বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা এখন তাঁদের উৎপাদিত ফসল বেচতে পারবেন। এছাড়াও প্রয়োজনে সহায়ক মূল্যেও পণ্য বিক্রির সুবিধা রয়েছে।'
করোনাকালে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন মোদী। যা বাস্তবায়ণে কৃষক ও গ্রামীণ ভারতের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বলেন, 'কৃষকরাই হল দেশের আত্মনির্ভরতার ভিত্তি।'
দেশজুড়ে যখন নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে প্রবল সমালোচনা চলছে, তখন মোদী এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে বলেন, 'মহাত্মা গান্ধীর দেখানো আর্থিক দর্শনের অনুসরণে যদি দেশ চলত, তাহলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন এতদিনে সফল হত।'
কৃষকদের যে কাহিনী দেশবাসীকে অনুপ্রেরণা দেয় তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী।
মন কি বাত অনুষ্ঠানে এদিন করোনার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও কথা বলেন মোদী। তাঁর কথায়, 'অতিমারীর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন যেমন দৃঢ়তর হয়েছে, তেমনই কিছু কিছু পরিবারে মূল্যবোধের অভাব ঘটেছে।'
আগামী ২৮ সেপ্টেম্বর শহিদ ভগৎ সিংয়ের জন্ম দিবস। সেই উপলক্ষে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন