দেশ জোড়া 'ভয় ও ঘৃণা'র বাতাবরণ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ফারুক আবদুল্লা। শুক্রবার কলকাতায় 'ওয়ার্ল্ড কনফ্লুয়েন্স অব হিউম্যানিটি, পাওয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি'-র একাদশতম অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রের চোখে সব ধর্মের প্রতি সমান সম্মানের পক্ষে সওয়াল করেন এই বর্ষীয়ান রাজনীতিক। এদিন, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন তিনি।
ফারুক আবদুল্লা এদিন বলেন, "কোনও ধর্মই শ্রেষ্ঠতর নয়। আমি যখন আপনার মুখের দিকে তাকাই, তখন আমার ঈশ্বরকে দেখতে পাই। আর আপনি যখন আমার মুখের দিকে তাকান, তখন আপনার ঈশ্বরকে দেখতে পান। কারণ, এখানে কোনও বিভেদ নেই, স্রষ্টা অভিন্ন।" সকলকে ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন আক্ষেপের সুরে বলতে শোনা গিয়েছে, "সকলে মিলে সুখে থাকা যায় এমন ভারত কি আমরা গড়তে পারলাম? না। আমরা যে ভারত গড়েছি, সেখানে ভয় ও ঘৃণা রয়েছে...দয়া করে সকলকে ভালবাসুন এবং একে অন্যের যন্ত্রণা অনুভব করুন"।
রীতিমতো আশঙ্কা প্রকাশ করে ফারুক আবদুল্লা বলেন, এভাবে চলতে থাকলে এমন একদিন আসবে যেদিন নিজেদের প্রাপ্যের দাবিতে নিপীড়িত মানুষরা বিদ্রোহ ঘোষণা করবেন রাজনৈতিক নেতা ও সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে। তাই, "জাতি হিসাবে শ্রেণী ও সম্প্রদায়ের বিভেদ ভুলে প্রতিবেশীকে কাছে টেনে নেওয়া প্রয়োজন" বলে তিনি মনে করেন।