জম্মু-কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে আবারও অভিযোগের আঙুল তুলল ন্য়াশনাল কনফারেন্স। মিলাদ-উন-নবি উপলক্ষে হজরতবল মাজারে গিয়ে ফারুক আবদুল্লাকে প্রার্থনা করতে দেওয়া হয়নি বলে দাবি করেছে ন্য়াশনাল কনফারেন্স। যদিও এ ইস্য়ুতে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে কোনও মন্তব্য় করা হয়নি।
এ প্রসঙ্গে এদিন টুইটারে ন্য়াশনাল কনফারেন্সের তরফে জানানো হয়েছে, ‘‘দলের সভাপতি ফারুক আবদুল্লার বাসভবন ব্লক করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। দরগা হজরতবলে যেতে রোখা হয়েছে তাঁকে। প্রার্থনার এই মৌলিক অধিকার লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে জম্মু-কাশ্মীর ন্য়াশনাল কনফারেন্স। বিশেষত, এই পবিত্র পরবে’’।
আরও পড়ুন: ‘আমাদের জমি কেড়ে নিতে চায় কেন্দ্র’, ফের সোচ্চার ওমর আবদুল্লা
উল্লেখ্য়, শ্রীনগর কেন্দ্রের জনপ্রতিনিধি আবদুল্লা। ডাল লেকের ধারে হজরতবল মাজারে আজ তাঁর যাওয়ার কথা ছিল। নবি মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ উন নবি পালন করা হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন