Advertisment

সময়মতো বেতন না দেওয়ায় কর্মীদের হাতে খুন দিল্লির ফ্যাশন ডিজাইনার

সময়মতো পারিশ্রমিক না দেওয়ার জেরে দিল্লির এক ফ্যাশন ডিজাইনার ও তাঁর নিরাপত্তারক্ষীকে খুন করার অভিযোগ উঠল ওই ফ্যাশন ডিজাইনারের তিন কর্মীর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, দিল্লি

সময়মতো পারিশ্রমিক না দেওয়ার জেরে দিল্লির এক ফ্যাশন ডিজাইনার ও তাঁর নিরাপত্তারক্ষীকে খুন করার অভিযোগ উঠল ওই ফ্যাশন ডিজাইনারের তিন কর্মীর বিরুদ্ধে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সময়মতো পারিশ্রমিক দেননি বলে মালকিনকে খুন করলেন কর্মীরা। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে রাজধানীতে। সময়মতো পারিশ্রমিক না দেওয়ার জেরে দিল্লির এক ফ্যাশন ডিজাইনার ও তাঁর নিরাপত্তারক্ষীকে খুন করার অভিযোগ উঠল ওই ফ্যাশন ডিজাইনারের তিন কর্মীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, সময়মতো বেতন না দেওয়াতেই ক্ষোভের বশে ওই ফ্যাশন ডিজাইনার ও নিরাপত্তারক্ষীকে খুন করেছে তিন কর্মী। সূত্র মারফৎ জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে ফ্যাশন ডিজাইনারকে খুন করা হয়েছে। প্রায় ১০ বার ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে খবর।

Advertisment

এ ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত ওই ফ্যাশন ডিজাইনারের নাম মালা লখানি (৫৩)। ৪২ বছর বয়সী মালার নিরাপত্তারক্ষী বাহাদুর সিংকেও খুন করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ‘‘বসন্তকুঞ্জে মালা লখানির বাড়ির গেট আধখোলা অবস্থায় ছিল এবং নিরাপত্তারক্ষীকে দেখতে না পেয়ে রাত ৩টে নাগাদ স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায়। তারপরেই ওই দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ঘর তছনছ করা হয়েছে।’’

আরও পড়ুন, খুনে অভিযুক্ত পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু কেরালায়

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে, খুনের পর অভিযুক্তরা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এ ঘটনার মূল অভিযুক্ত রাহুল আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। মালা লখানির দোকানে দর্জি হিসেবে কাজ করত রাহুল। এ ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, রাত ১০টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটেছে। খুনের পিছনে ডাকাতির উদ্দেশ্য ছিল বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি দামী গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা কয়েকদিন আগেই দোকান থেকে একটি ছুরি কেনে। পোশাক দেখানোর নামে অভিযুক্তরা মালাকে ডাকে। উল্লেখ্য, এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার করা হয়েছিল রাহুল আনোয়ারকে।

ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। জেরায় ধৃতরা জানিয়েছে যে, বেতন দিচ্ছিলেন না মালা, সেকারণেই তারা ডাকাতির ছক কষে ও তাকে হত্যা করে। যদিও এ ঘটনার পিছনে আর কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনা প্রসঙ্গে ডিসিপি(দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানিয়েছেন যে, খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

Read the full story in English

national news crime
Advertisment