Advertisment

পান্নু হত্যা ষড়যন্ত্র, প্রবল চাপে ভারত! আগামী সপ্তাহেই আসছেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্তা

ভারতকে ইতিমধ্যেই সতর্ক করেছে আমেরিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
India US Relations,FBI Director,Gurpatwant Singh Pannun,Eric Garcetti"

পান্নু হত্যা ষড়যন্ত্র মামলায় প্রবল চাপে ভারত, আগামী সপ্তাহেই আসছেন শীর্ষ গোয়েন্দা আধিকারিক!

খলিস্তানি নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে। এনিয়ে ভারতকে ইতিমধ্যেই সতর্ক করেছে আমেরিকা। আমেরিকার বিচার বিভাগ নিখিলের বিরুদ্ধে পান্নুনকে খুনের ছকের মামলা দায়ের করেছে। ভারতও আমেরিকার অভিযোগকে গুরুত্ব সহকারে নিচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই বিষয়ে ভারত তার উদ্বেগের কথা জানিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে তদন্ত রিপোর্ট সামনে এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisment

এদিকে পান্নু মামলার তদন্তে ভারতে আসছেন আমেরিকার শীর্ষ গোয়েন্দা কর্তা। ইতিমধ্যেই এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এনআইএ। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার এ রে আগামী সপ্তাহে ভারতে আসতে চলেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তাঁর এই সফরের উদ্দেশ্য হল পান্নু হত্যার অভিযোগে ভারতের অবস্থানে এবং সেই সঙ্গে আইন সংক্রান্ত ইস্যুতে আমেরিকা ও ভারতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা।

আগামী ১১-১২ ডিসেম্বর এনআইএ প্রধান দিনকর গুপ্তার সঙ্গে দেখা করবেন ক্রিস্টোফার রে। এই সময়ে, খালিস্তানি ইস্যু, জম্মু-কাশ্মীর সন্ত্রাসবাদ প্রসঙ্গ সহ এনআইএ-এর তরফে পান্নুর বিরুদ্ধে মামলা এবং প্রমাণ, সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে তাঁর সঙ্গে এফবিআইয়ের আইনি দল, মার্কিন দূতাবাসের কর্মীরা এবং জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে সেই দলের।

ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস ২২ নভেম্বর তার প্রতিবেদনে দাবি করেছে যে পান্নুকে হত্যার কথিত 'ভারতীয় ষড়যন্ত্র' আমেরিকান এজেন্সিগুলি নস্যাৎ করেছে। এর পরই পান্নু ইস্যুতে ভারত-আমেরিকার মধ্যে চলছে কূটনৈতিক লড়াই।

Khalistan separatist Gurpatwant Singh Pannun interpol Khalisthan
Advertisment