ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোতে তল্লাশি অভিযান চালালএফবিআই। সোশাল নেটওয়ার্কে নিজেই তা জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই তল্লাশি সম্পর্কে মুখ খোলেনি মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রেসিডেন্ট পদে থাকাকালীন ২০২০ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ট্রাম্প তাঁর ফ্লোরিডার পাম বিচের রিসর্টে সরিয়েছিলেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই মার-এ-লাগোতে এফবিআই অভিযান চালিয়েছে বলে খবর।
এই অভিযানে ক্ষুব্ধ প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, 'দেশের বাজের সময়ের ইঙ্গিত। এর আগে কোনও প্রেসিডেন্ট্রের সঙ্গে এমনটা হয়নি। আমার বাড়ি এফবিআই এজেন্টদের দখলে। এফবিআই এজেন্টরা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে। আমার সিন্দুকে তল্লাশি চালিয়েছে ওরা। তৃতীয় বিশ্বের দেশগুলোর মত বিনা নোটিসে আমার বাড়িতে হানা দেওয়ার প্রয়োজন ছিল না। এটা অসভ্য আচরণ। বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে রয়েছে ডেমোক্রেটরা। আমি যাতে ২০২৪ সালের ভোটে লড়তে না পারি তার জন্যই এই কাজ করা হচ্ছে।'
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ট্রাম্পের ফ্লোরিডায় রিসর্ট থেকে ১৫টি বাক্স উদ্ধার হয়। যার বেশ কয়েকটিতে ছিল সরকারি নথিপত্র। যেগুলো প্রাক্তন প্রেসিডেন্ট সরিয়েছিলেন বলে অভিযোগ। যার তদন্ত চলছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। তারপরই সোমবার তাঁর বাড়িতে এফবিআই তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।