করোনা আতঙ্কে কাঁপছেন প্রতিরক্ষা দফতরের কর্মীরা। করোনা পরিস্থিতিতে আপাতত কাজ বন্ধের আর্জি জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজের তিনটি ফেডারেশন। মারণ ভাইরাসের থেকে সতর্কতায় সাসপেনশন অফ ওয়ার্কের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য়, ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে রবিবার দেশে জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় রবিবার দেশে জনতা কার্ফু, ঘোষণা মোদীর
এদিকে, অস্ত্র কারখানায় ৫০ শতাংশ কর্মী হাজিরার সরকারি নির্দেশিকা শুক্রবার রাতেই ঘোষণা করেছে অর্ডন্য়ান্স ফ্য়াক্টরি বোর্ড। করোনা পরিস্থিতিতে বছর শেষে কাজের লক্ষ্য়মাত্রা পূরণের সময় বাড়ানোরও আর্জি জানানো হয়েছে ফেডারেশনের তরফে। ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন ও ইন্ডিয়ান ন্য়াশনাল ডিফেন্স ওয়ার্কার্স ফেডারেশনের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ট্রেন বাতিল হলে পুরো টাকা ফেরত পাবেন যাত্রীরা, করোনায় সিদ্ধান্ত রেলের
অন্য়দিকে, করোনা মোকাবিলায় দেশে জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ”রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত দেশবাসীকে জনতা কার্ফু পালন করতে হবে। এ সময় কেউ বাড়ি থেকে বেরোবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য জনতা কার্ফু। রবিবার সকালে সাইরেন বাজিয়ে জনতা কার্ফুর সূচনা করুক রাজ্যগুলো”, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জনতা কার্ফুর জেরে কার্যত স্তব্ধ হতে চলেছে দেশ। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন