Advertisment

শ্রমিক স্পেশালে চড়েছেন ৬০ লাখ পরিযায়ী, খরচের মাত্র ১৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে: রেল

রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান ভিকে যাদব জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনে ব্য়ক্তি পিছু ভাড়া ৬০০ টাকা। এখনও পর্যন্ত ৪ হাজার ৪৫০ খানা শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Migrant Special Train

ফাইল ছবি।

করোনায় লকডাউনে গত ১ মে থেকে এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ পরিযায়ী  শ্রমিক স্পেশালে করে ঘরে ফিরেছেন। তবে পরিযায়ীদের শ্রমিক স্পেশালে চাপিয়ে ঘরে ফেরাতে যত টাকা ব্য়য় হয়েছে, তার ১৫ শতাংশ পুনরুদ্ধার করতে পেরেছে। সোমবার ভারতীয় রেলের তরফে এমন তথ্য়ই জানানো হয়েছে।

Advertisment

রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান ভিকে যাদব জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনে ব্য়ক্তি পিছু ভাড়া ৬০০ টাকা। এখনও পর্যন্ত ৪ হাজার ৪৫০ খানা শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। প্রায় ৩৬০ কোটি টাকা আয় করেছে রেল।

আরও পড়ুন: ইসলামাবাদে ‘ধৃত’ ভারতীয় দূতাবাসের দুই কর্মী মুক্ত

তিনি বলেছেন, ''যাত্রী পিছু শ্রমিক স্পেশালে ভাড়া ৬০০ টাকা। এই ভাড়া সাধারণ ট্রেনের, অন্য়ান্য় স্পেশাল ট্রেনের মতো বেশি ভাড়া নয়। আমরা ৬০ লক্ষ যাত্রী বহন করেছি। আমরা গোটা খরচের মাত্র ১৫ শতাংশ পুনুরুদ্ধার করতে পেরেছি''। তিনি আরও জানিয়েছেন, ''আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাঁদের শীঘ্রই ফেরানো হবে। এজন্য় রাজ্য়গুলোর সঙ্গে সমন্বয় রেখে চলছি''।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পরিযায়ীদের জন্য় স্পেশাল ট্রেন চালানোয় খরচ হয়েছে ৭৫-৮০ লক্ষ টাকার মধ্য়ে। পরিযায়ীদের ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ দিয়েছে কেন্দ্র সরকার, বাকি ১৫ শতাংশ দিচ্ছে রাজ্য়গুলো।

ভিকে যাদব জানিয়েছে, দিল্লিতে করোনা রোগীদের জন্য় ৫০টিরও বেশি রেলের কোচকে কাজে লাগানো হয়েছে। রবিবার রেলের তরফে জানানো হয়েছে, ৪ রাজ্য়ে ২০৪টি আইসোলেশন কোচ দেওয়া হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway national news
Advertisment