Advertisment

FIFA Football World Cup 2018: দেখুন সিনেমা হলে বিশ্বকাপ

FIFA Football World Cup 2018: শহরের বিভিন্ন জায়গায় এই খেলা দেখার নানারকম আয়োজন করা হবে বটেই, কিন্তু আপনার বরাত ভালো থাকলে আপনি খেলা দেখতে পাবেন সিনেমা হলের আরামে বসে, রীতিমত বড় পর্দায়।

author-image
IE Bangla Web Desk
New Update
quest-1500128603

আইনক্স কোয়েস্ট কর্তৃপক্ষ মোট সাতটি খেলা লাইভ বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন, ( ফটো সৌজন্যে : Indiablooms)

জুলাই মাসের ৬ এবং ৭, ১০ এবং ১১, সবশেষে ১৫। ফুটবল বিশ্বকাপের বাজারে নিশ্চয়ই বলে দিতে হবে না এই তারিখগুলির গুরুত্ব। যথাক্রমে চারটে কোয়ার্টার ফাইনাল, দুটো সেমি ফাইনাল এবং ফাইনালের দিন এগুলি। শহরের বিভিন্ন জায়গায় এই খেলা দেখার নানারকম আয়োজন করা হবে বটেই, কিন্তু আপনার বরাত ভালো থাকলে আপনি খেলা দেখতে পাবেন সিনেমা হলের আরামে বসে, রীতিমত বড় পর্দায়। তাও আবার যে সে হল নয়, কোয়েস্ট মলের আইনক্স।

Advertisment

আইনক্স কোয়েস্ট কর্তৃপক্ষ মোট সাতটি খেলা লাইভ বড় পর্দায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন, নিচের সূচি অনুযায়ী:

৬ জুলাই, ২০১৮: সন্ধ্যা ৭.১৫ এবং রাত ১১.১৫ থেকে

৭ জুলাই, ২০১৮: সন্ধ্যা ৭.১৫ এবং রাত ১১.১৫ থেকে

১০ জুলাই, ২০১৮: রাত ১১.১৫ থেকে

১১ জুলাই, ২০১৮: রাত ১১.১৫ থেকে

১৫ জুলাই, ২০১৮: রাত ৮.১৫ থেকে

সবকটি ম্যাচই দেখানো হবে চার নম্বর প্রেক্ষাগৃহে (Auditorium 4), যেটির আসন সংখ্যা ৩৪০।

কবে কিভাবে হলের টিকিট সংগ্রহ করবেন, সেটি খুব শিগগিরই জানাবেন হল কর্তৃপক্ষ।

Football 2018 FIFA World Cup
Advertisment