Advertisment

FIFA Football World Cup 2018: ট্র্যাফিক সচেতনতার প্রচারে এবার মেসির পেনাল্টি মিস!

FIFA Football World Cup Argentina Vs Iceland: মেসি-ভক্তদের অবশ্য মোটেই পছন্দ হয়নি এই পোস্ট, প্রিয় ফুটবলারকে 'হেনস্থা' করার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের বাগযুদ্ধও বেধে গেছে এই পোস্ট নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Safe Drive Save Life: পাশাপাশি দুটো ছবি। একটায় চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে মেসির সেই বহুনিন্দিত পেনাল্টি মিস। অন্যটা কলকাতার রাস্তার। যেখানে হেলমেটহীন এক বাইকচালককে 'ফাইন' করছেন কলকাতা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট, আইন ভাঙার খেসারত বা 'পেনাল্টি' দিতে হচ্ছে চালককে। ছবি দুটির উপর শিরোনাম 'সব penalty মিস হয় না!'

Advertisment

কলকাতা পুলিশের ফেসবুক পেজে এবং টুইটার হ্যান্ডলে আজ বিকেলের পোস্ট এটা, যা পড়লেন উপরে। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' হ্যাশট্যাগ সহ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। এক ঘন্টার মধ্যে শেয়ারের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। বয়ে যায় কমেন্টের বন্যা।

সংখ্যাগরিষ্ঠ কমেন্টে তারিফ করা হয়েছে কলকাতা পুলিশের রসবোধের, প্রশংসিত হয়েছে সচেতনতা বাড়াতে বিশ্বকাপ-জ্বরকে হাতিয়ার করার এই অভিনব প্রয়াস। মেসি-ভক্তদের অবশ্য মোটেই পছন্দ হয়নি এই পোস্ট, প্রিয় ফুটবলারকে 'হেনস্থা' করার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের বাগযুদ্ধও বেধে গেছে এই পোস্ট নিয়ে।

ফুটবলের শহর কলকাতা। সেই শহরের পুলিশই বা কী করে আঁচমুক্ত থাকে বিশ্বকাপের উত্তাপ থেকে ?

kolkata traffic police safe drive save life 2018 FIFA World Cup FIFA Football World Cup 2018
Advertisment