Advertisment

কৃষকদের জেদ ভাঙতে ব্যর্থ কেন্দ্র, পঞ্চম দফার বৈঠকও নিষ্ফলা

আবার আগামী ৯ ডিসেম্বর বৈঠকে বসবে দুই পক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
farmers protest, কৃষক বিক্ষোভ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পঞ্চম দফার বৈঠকও নিষ্ফলা। কোনও সমাধান সূত্র বের না হওয়ায় কৃষক সংগঠনগুলির কাছে আরও সময় চাইল কেন্দ্র। যাতে বিস্তারিত প্রস্তাব কৃষকদের সামনে পেশ করা যায়, তার জন্য আবার আগামী ৯ ডিসেম্বর বৈঠকে বসবে দুই পক্ষ। নিজেদের দাবিতে এদিনও অনড় ছিলেন কৃষক নেতারা। এদিন বৈঠকে মৌন ব্রত পালন করেন কৃষক নেতারা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় হ্যাঁ বা না-এ উত্তর দেন শুধু। সেইসঙ্গে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এককাট্টা তাঁরা। বহু চেষ্টা করেও তাঁদের সংকল্প ভাঙতে ব্যর্থ কেন্দ্র।

Advertisment

তবে বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষক নেতাদের বলেছেন, সরকার সবরকম চেষ্টা করছে কৃষকদের সমস্যা সমাধানের জন্য। তাই আরও বিস্তারিত প্রস্তাব পেশের জন্য সময় চাইছে। কিন্তু প্রবীণ কৃষক, মহিলা ও শিশুদের বিক্ষোভস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য আবেদন করেন নরেন্দ্র। এদিন দুপুর আড়াইটে থেকে শুরু হয় বৈঠক। চলে সন্ধে পর্যন্ত। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় রেল ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।

আরও পড়ুন কৃষক বিদ্রোহে সুর নরম সরকারের? ‘খোলা মনে সমস্য়া শুনতে প্রস্তুত আমরা’, কৃষকদের বার্তা কেন্দ্রের

তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে অনড় কৃষকরা। কোনওভাবেই তাঁদের দাবির সঙ্গে আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কৃষকরা। শনিবার কেন্দ্র সরকারের সঙ্গে পঞ্চম দফার বৈঠকের আগে কৃষকরা হুঁশিয়ারির সুরে বলেন, দাবি না মানলে অবিলম্বে বৈঠক থেকে ওয়াক আউট করা হবে। কৃষি আইন বাতিল করতে সংসদে বিশেষ অধিবেশন ডাকারও দাবি জানিয়েছেন বিক্ষোভরত কৃষকরা। ইতিমধ্য়েই কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিরোধীদের একাংশ। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কৃষকদের হয়ে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Farmers Movement Narendra Singh Tomar
Advertisment