/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/cats-55.jpg)
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে। ৬৩ বছর বয়সী নির্মলা এইমসের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন। দুপুর ১২টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Union Finance Minister Nirmala Sitharaman admitted to AIIMS Delhi for a routine check-up: Official sources
(file photo) pic.twitter.com/8Lsa809rpx— ANI (@ANI) December 26, 2022
দিল্লির এইমস হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার দুপুর ১২টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সীতারামনকে হাসপাতালের 'প্রাইভেট ওয়ার্ডে' ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে রুটিন চেক-আপের জন্য দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে।
কেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে অর্থ মন্ত্রকের তরফে কোন প্রতিক্রিয়া সামনে আসেনি। নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক পদস্থ আধিকারিক বলেন, 'তেমন সংকটজন কোন বিষয় নয়। তিনি ভালো আছেন'।