Advertisment

Water crisis: সঙ্কটের মধ্যে পানীয় জল অপব্যবহার, লাখ টাকা জরিমানা আদায়

অ-প্রয়োজনীয় উদ্দেশ্যে পানীয় জল ব্যবহার করার জন্য ২২টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে টাকা জরিমানা ধার্য করেছে বোর্ড ।

author-image
IE Bangla Web Desk
New Update
bengaluru water crisis

বেঙ্গালুরু কাভেরী থেকে 1,450 এমএলডি (প্রতিদিন মিলিয়ন লিটার) জল পায় এবং অতিরিক্ত 400 এমএলডি পাবলিক বোরওয়েলগুলির মাধ্যমে উৎসারিত হয়। (এক্সপ্রেস ছবি জিতেন্দ্র এম)

সঙ্কটের মধ্যে পানীয় জলের অপব্যবহারের অভিযোগ। লক্ষ লক্ষ টাকা জরিমানা ধার্য করে নজিরবিহীন শাস্তি।

Advertisment

তীব্র ঘাটতির মধ্যে জলের অপচয় রোধ করার জন্য কঠোর ব্যবস্থায় নিয়েছে বেঙ্গালুরু জল সরবরাহ এবং নিকাশী বোর্ড (BWSSB)। সম্প্রতি অ-প্রয়োজনীয় উদ্দেশ্যে পানীয় জল ব্যবহার করার জন্য ২২টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে টাকা জরিমানা ধার্য করেছে বোর্ড ৷ এখন পর্যন্ত এই জরিমানার মাধ্যমে মোট ১.১ লক্ষ টাকা সংগ্রহ করেছে।

পানীয় ব্যতীত অন্য উদ্দেশ্যে শহরে পানীয় জলের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে প্রথমবারের মতো, ব্যাঙ্গালোর জল সরবরাহ এবং নিকাশী বোর্ড (BWSSB) মাত্র তিন দিনের মধ্যে ২২টি পরিবারের কাছ থেকে মোট ১.১ লক্ষ টাকা জরিমানা সংগ্রহ করেছে।

বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড (বিডব্লিউএসএসবি) ২২টি পরিবারের কাছ থেকে ১.১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে জরিমানা আদায় করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে দক্ষিণাঞ্চল থেকে।

বিডব্লিউএসএসবি এই মাসের শুরুর দিকে বাসিন্দাদের পানীয় জলের যথাযথ ব্যবহারের উপর জোর দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই সঙ্গে বোর্ডের তরফে বাসিন্দাদের যানবাহন ধোয়া, নির্মাণ কাজ, অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করা, সুইমিং পুল ইত্যাদির জন্য পানীয় জল ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

bengaluru
Advertisment