Advertisment

গুগল সিইও সুন্দর পিচার সহ ৬ জনের বিরুদ্ধে FIR, কী অভিযোগ?

অভিযোগকারী পরিচালক-প্রযোজকের দাবি, অভিযোগ বারে বারে গত কয়েক বছর ধরে জানানো হলেও সংস্থা তাতে কর্ণপাত করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
FIR against Sundar Pichai and five others

গুগল সিইও সুন্দর পিচাই

আদালতের নির্দেশে গুগল সিইও সুন্দর পিচাই এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মহারাষ্ট্রের এমআইডিসি থানা। পরিচালক-প্রযোজক সুনীল দর্শনের অভিযোগের ভিত্তিতে 'কপিরাইট লঙ্ঘন' মামলার প্রেক্ষিতে এফআইআরটি নথিভুক্ত করা হয়েছে।

Advertisment

সুনীল দর্শনের দাবি, ২০১৭ সালে 'এক হাসিনা থি এক দিওয়ানা থা' চলচ্চিত্রের স্বত্ব তিনি কোনও ব্যক্তি বা সংস্থার কাছে বিক্রি করেননি। তবুও সেটি গুগল মালিকানাধীন ইউটিউব-য়ে আপলোড করা হয়েছে। তাঁর সংযোজন, ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ছবিটি আপলোড করে বেশ কিছু লোক অর্থও উপার্জন করছে, যদিও সিনেমাটি স্বত্ব তাঁরই রয়েছে।

এই বিষয়টি আগে বহুবার ইউটিউব-কে জানানো হয়েছিল বলেও দাবি করেছেন পরিচালক-প্রযোজক সুনীল দর্শন। কিন্তু গুগলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে ওই সংস্থার বিরুদ্ধে 'কপিরাইট লঙ্ঘন'য়ের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।

কপিরাইট লঙ্ঘন আইন ১৯৫৭-র আওতায় ৫১, ৬৩ ও ৬৯ ধারায় সুন্দর পিচাই ও আরও পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Read in English

mumbai Mumbai Police
Advertisment