বিপাকে পড়েছেন শিবসেনা সাংসদ হেমন্ত পাতিল। বুধবার তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মহারাষ্ট্রের নান্দেড়ের গ্রামীণ পুলিশ। ডক্টর শঙ্করারাও চহ্বাণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত ডিন ডঃ শ্যামরাও ওয়াকোডেকে জোর করে হাসপাতালের বাথরুম পরিষ্কার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মহারাষ্ট্রে নান্দেড়ের সরকারি হাসাপাতালে ৪৮ ঘন্টার মধ্যে ৩১ জন রোগির মৃত্যুকে ঘিরে কার্যত কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে আসে।
হেমন্ত পাতিলকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। এবিষয়ে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন যে পাতিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং মহারাষ্ট্র স্বাস্থ্য আইনের বেশ কয়েকটি প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের নান্দেড়ের সরকারি হাসপাতালে গত ৪৮ ঘন্টায় ৩১ জন রোগীর মৃত্যুর খবর সামনে আসে। শিবসেনা সাংসদ ডাঃ ওয়াকোডকে বাথরুম পরিষ্কার করতে বাধ্য করার বিষয়টি প্রকাশ্যে আসে যখন এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে হেমন্ত পাতিলকে ডিনের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। রোগী মৃত্যুর তিনি ক্ষুব্ধ হয়ে ডিনকে টয়লেট পরিষ্কার করার নির্দেশ দেন।