অসম রাইফেলস জওয়ানদের বিরুদ্ধে FIR মণিপুর অভিযানে প্রভাব ফেলবে না, সেনার কড়া মন্তব্য। মণিপুর পুলিশ চার অসম রাইফেলস জওয়ানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। পুলিশ অভিযোগ করেছে জওয়ানরা পুলিশের কাজে বাঁধা দিচ্ছে।
মণিপুরে হিংসার ঘটনায় গত তিন মাস ধরে রাজ্যে কারফিউ-এর মত পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো রাজ্য ঘিরে রেখেছেন সেনাবাহিনীর জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি কোম্পানি মণিপুরে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসম রাইফেলসও। যদিও এর মধ্যেই মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। মণিপুর পুলিশ অসম রাইফেলসের চার জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ ৬ অগাস্ট হিংসার ঘটনায় জওয়ানরা বিষ্ণুপুর পুলিশকর্মীদের কাজে বাধা দেয়।
মণিপুরে চলমান অভিযানে এই এফআইআর কোনো প্রভাব ফেলবে না। এফআইআর নথিভুক্ত হওয়ার পরে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বার্তাটি দিয়ে বলেছেন, 'বাহিনী বরাবরের মতো নিরপেক্ষ থাকবে এবং কাউকে ভয় না পেয়েই তার কাজ চালিয়ে যাবে'।
এ বিষয়ে মণিপুর পুলিশকে নিয়েও কড়া মন্তব্য করেছে সেনাবাহিনী। এফআইআরদায়ের করার পর, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে অসম রাইফেলসের ভূমিকা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। কারণ অসম রাইফেলসের জওয়ানরা মণিপুরের মানুষের জীবন বাঁচাতে এবং শান্তি ফিরিয়ে আনতে অবিরাম কাজ করে চলেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক সময় নানান ধরনের ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তা সঙ্গে সঙ্গে সমাধান করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে গত ২৪ ঘন্টায় আসাম রাইফেলসের মানহানির দুটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কর্মকর্তারা বলেছেন যে অতীতে এমন অনেক ঘটনা সামনে এসেছে, যেখানে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলি মোকাবেলার চেষ্টা হয়েছে।