Advertisment

ষষ্ঠীর সন্ধ্যায় ট্যাংরার রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন

দেবেন্দ্র চন্দ্র দে রোডের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে বিকাল ৫টা ২৩ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata fire, কলকাতায় আগুন

এবার আগুন বেহালার কাঠের গুদামে।

পুজোর শহরে অগ্নিকাণ্ড। কলকাতার ট্যাংরা এলকার একটি কারখানায় আগুন লাগল ষষ্ঠীর সন্ধ্যায়। দমকল সূত্রে খবর, ট্যাংরার দেবেন্দ্র চন্দ্র দে রোডের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে বিকাল ৫টা ২৩ মিনিটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

Advertisment

এদিকে, ষষ্ঠীর দিন দুপুরে হঠাৎ সেন্ট্রাল মেট্রো স্টেশনে ধোঁয়া দেখা যায়। উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচলও। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আয়ত্তে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শহর এবং সংলগ্ন এলাকায় এক মাসের মধ্যে একাধিক ছোট বড় আগুন লাগার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দক্ক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীর একটি পুজো প্যান্ডেলে আগুন লেগে যায়। নির্মীয়মাণ মন্ডপটি অনেকাংশে পুড়ে যায়। পরে সেই মন্ডপ পুনরায় তৈরি করে এখন সেখানে পুজো চলছে। প্রায় ওই একই সময়ে একটি চামড়ার কারখানাতেও আগুন লেগেছিল।

৭ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সোনারপুরের গোবিন্দপুর হেদেরপাড়া এলাকার একটি বাজি কারখানায় আগুন লাগে। এই ঘটনায় মৃত্যু হয় ১৯ বছরের দেবাশিস সর্দারের। বারুদ ও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কারখানার সংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ৩টি ইঞ্জিন এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল বাজি কারখানা, গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন৷

fire
Advertisment