/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/delhi-aiims-fire-new.jpg)
জ্বলছে এইমসের একাংশ।
দিল্লির AIIMS-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। জানা গিয়েছে, এন্ডোস্কোপি বিভাগে আগুন লেগেছে।
#WATCH | A fire call was received at the Emergency Ward of AIIMS, Delhi at 11:54 am, following which a total of 8 fire tenders rushed to spot, said Delhi Fire Services.https://t.co/sqc55RHKytpic.twitter.com/duPbYOjMbP
— The Indian Express (@IndianExpress) August 7, 2023
হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে। আগুন দেখেই একাধিক রোগীকে বের করে আনা হয়। শঙ্কিত রোগীদের আত্মীয়রা।
জানা গিয়েছে, বেলা ১১.৫৪ নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এরপরই খবর দেওয়া দমকলে। তড়িঘড়ি আসে দমকলের ৮টি ইঞ্জিন।
দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে অন্যতম দিল্লি এইমস। এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বাকিটাও নেভানোর চেষ্টা চলছে।