দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে ভায়বহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে আনাজ মান্ডিতে এই আগুন লাগে। ৩০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালায়। উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সূত্রের খবর, প্রায় ২০০ জন শ্রমিক এই মান্ডিতে রাতে ঘুমোচ্ছিলেন। ভোররাতে আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। ভোর সওয়া পাঁচটা নাগাদ দমকলে খবর যায়। আগুনে আটকে থাকা প্রায় ৫০ জনকে উদ্ধার করে দমকল। অগ্নিদগ্ধদের আরএমএইচ ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের বেশিরভাগই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন দমকলের অফিসার অতুল গর্গ। তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এফআইআর দায়ের করা হয়েছে মান্ডি মালিকের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কারখানাটির দমকলের ছাড়পত্র ছিল না।
আরও পড়ুন: জানুয়ারির আগে কমবে না পেঁয়াজের দাম
পুড়ে ছাই রাজধানীর ঝাঁসি রোডের আনাজ মান্ডি। ঘটনাকে অত্যন্ত 'মর্মান্তিক' বলে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। সেখানেই প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন কেজরিওয়াল।
ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফে। হাসপাতালে অগ্নিদগ্ধদের দেখতে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আনাজ মান্ডির আগুনকে 'ভয়াবহ' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জনিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। পরে ফের টুইটে করে তিনি আগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেন মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে জানান তিনি।
The fire in Delhi’s Anaj Mandi on Rani Jhansi Road is extremely horrific. My thoughts are with those who lost their loved ones. Wishing the injured a quick recovery. Authorities are providing all possible assistance at the site of the tragedy.
— Narendra Modi (@narendramodi) December 8, 2019
PM @narendramodi announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the tragic fire in Delhi.
PM has also approved Rs. 50,000 each for those seriously injured in the fire.
— PMO India (@PMOIndia) December 8, 2019
ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বাহিনীর সদস্যরা।
#Delhi: A team of National Disaster Response Force (NDRF) arrives at the incident spot. 43 people have lost their lives in the fire incident. https://t.co/jmmh95PvpM pic.twitter.com/SeG3g618E8
— ANI (@ANI) December 8, 2019
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহিল গান্ধী।
दिल्ली के अनाज मंडी मे, भीषण आग लगने से कईयो की मौत और अनेक लोगों के घायल होने की खबर से आहत हूं ।
मृतकों के परिवार के प्रति मैं अपनी गहरी संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं।#delhifire
— Rahul Gandhi (@RahulGandhi) December 8, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Saddened to hear about the devastating fire in Delhi. My heartfelt condolences to the families and friends of the deceased. I wish the injured a speedy recovery
— Mamata Banerjee (@MamataOfficial) December 8, 2019
Read the full story in English