Advertisment

হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বেশ কয়েকজনের পুড়ে মৃত্যু

সোমবার বিকেলে আচমকা ওই হাসপাতালে আগুন লেগে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Mundka Fire

প্রতীকী ছবি।

ভরা হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগুনের সঙ্গে ব্যাপক কালো ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতাল চত্বর। জরুরি ভিত্তিতে বেশ কয়েকজন রোগীকে সরানো হয়েছে নির্দিষ্ট স্থান থেকে। কিন্তু, সবাইকে সময়মতো সরানো যায়নি। ঘটনায় আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে হাসপাতালে আগুন লেগেছিল, তার নাম নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দামোহ নাকা এলাকার গোহালপুর থানার অধীনস্থ এলাকায় রয়েছে ওই হাসপাতাল। সোমবার বিকেলে আচমকা ওই হাসপাতালে আগুন লেগে যায়। পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন্যত্র সরানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

জব্বলপুরের পুলিশ সুপার অখিলেশ গৌড় জানিয়েছেন, 'বিধ্বংসী অগ্নিকাণ্ড! প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।' পরিস্থিতির খোঁজ নিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন শিবরাজ।

আরও পড়ুন- কাজ দিল বিরোধীদের আন্দোলনে, সাসপেনশন প্রত্যাহারের পথে হাঁটলেন স্পিকার

দমকল সূত্রে খবর, ওই হাসপাতালের আগুন আপাতত নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন একযোগে কাজ করেছে। হাসপাতালে আগুন নেভানোর যন্ত্রগুলো ঠিকমতো কাজ করেনি বলেই প্রাথমিক তদন্তের পর মনে করছেন দমকলকর্মীরা। ভিতরে ব্যাপক পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বেশি ছড়িয়েছে বলেই তাঁদের অনুমান।

আগুন পুরোপুরি নিভে গেলে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। এলাকায় বেশ নাম থাকায় মধ্যপ্রদেশের এই হাসপাতালে রোগীদের ভিড় লেগেই থাকত। ভর্তি করে চিকিৎসার পাশাপাশি চলত পলিক্লিনিকও। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় রোগীদের ভিড় একটু বেশি ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন।

Read full story in English

Death Hospital Fire police
Advertisment