Advertisment

ছড়াল চূড়ান্ত আতঙ্ক! ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন

কী কারণে আগুন?

author-image
IE Bangla Web Desk
New Update
Bhubaneswar-Howrah, Jan Shatabdi Express, fire in Jan Shatabdi Express, Cuttack railway station, Odisha news",

ছড়াল চূড়ান্ত আতঙ্ক! ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন

সাতসকালেই হুলস্থূল। ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।

আজ ভোরে ভুবনেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জনশতাব্দী এক্সপ্রেসে হঠাৎ করেই আগুন লাগে। ট্রেনটি কটক স্টেশনে পৌঁছানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisment

দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও রেলের তরফে দাবি করা হয়েছে আগুনের জেরে ট্রেনটিতে বিরাট কোন ক্ষয়ক্ষতি হয়নি। তথ্য অনুযায়ী, জন শতাব্দী এক্সপ্রেস বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে কটক স্টেশনে পৌঁছায়।

কটকে পৌঁছে ট্রেনের ব্রেক জ্যাম হয়ে যায় এবং একটি বগির নিচে আগুন লেগে যায়।আগুন নেভানোর পর ফায়ার সেফটি টিম ট্রেনটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করে। রেলের তরফে ব্রেক বাইন্ডিংয়ের কারণে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। ট্রেনেরও তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Train fire
Advertisment