কালকা মেলে আগুন আতঙ্ক! নিরাপদেই যাত্রীরা

হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধিরপুর ও ধোদা খেদিয়া স্টেশনের মাঝে এদিন সকালে কালকা-হাওড়া মেলে আগুন লাগে। যদিও সুরক্ষিতই রয়েছেন সকল যাত্রী।

হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধিরপুর ও ধোদা খেদিয়া স্টেশনের মাঝে এদিন সকালে কালকা-হাওড়া মেলে আগুন লাগে। যদিও সুরক্ষিতই রয়েছেন সকল যাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
kalka mail, কালকা মেল

কালকা মেলে অগ্নিকাণ্ড। ছবি: টুইটার।

লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের পর এবার কালকা-হাওড়া মেল। আবারও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে কালকা-হাওড়া মেলে আগুন লাগে। যদিও সকল যাত্রীকেই দ্রুততার সঙ্গে সরানো হয়। এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

Advertisment

ঠিক কী ঘটেছিল? রেল সূত্রে জানা গিয়েছে যে, হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধিরপুর ও ধোদা খেদিয়া স্টেশনের মাঝে এদিন সকালে কালকা-হাওড়া মেলে ধোঁয়া দেখা যায়। অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ইঞ্জিনের পাশে এসএলআর কামরা ছিল। ওই কামরাতেই ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখা মাত্রই ট্রেন থামানো হয়। সকল যাত্রীকে নিরাপদে সরানো হয়।’’ রেলের ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘‘পরে ওই কামরাতে আগুন লাগে। দমকলকে ডাকা হয়। ধোঁয়ায় তিন মহিলা যাত্রী ও দুই শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল। পরে তাঁদের চিকিৎসকের কাছে পাঠানো হয়।’’

আরও পড়ুন, Amritsar train accident: চলতি বছরের কিছু ট্রেন দুর্ঘটনা

Advertisment

কী থেকে আগুন লাগল? শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ঘটনায় ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
ফরেন্সিক পরীক্ষার পরই অগ্নিকাণ্ডের আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের জেরে ২ ঘণ্টারও বেশি দাঁড়িয়ে থাকে কালকা-হাওড়া মেল। পরে আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে সরানো হয়। এরপরই অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে ফের হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি। তবে এ ঘটনার জেরে ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

উল্লেখ্য, চলতি মাসেই ধুবুলিয়ার কাছে ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারে ধোঁয়া দেখা যায়। যদিও এ ঘটনাতে কেউ হতাহত হননি। অগ্নিনির্বাপণযন্ত্র দিয়েই সেই আগুন আতঙ্ক সামলান চালক ও সহকারি চালক।

Read the full story in English

indian railway