ঠিক কী ঘটেছিল? রেল সূত্রে জানা গিয়েছে যে, হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধিরপুর ও ধোদা খেদিয়া স্টেশনের মাঝে এদিন সকালে কালকা-হাওড়া মেলে ধোঁয়া দেখা যায়। অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ইঞ্জিনের পাশে এসএলআর কামরা ছিল। ওই কামরাতেই ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখা মাত্রই ট্রেন থামানো হয়। সকল যাত্রীকে নিরাপদে সরানো হয়।’’ রেলের ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘‘পরে ওই কামরাতে আগুন লাগে। দমকলকে ডাকা হয়। ধোঁয়ায় তিন মহিলা যাত্রী ও দুই শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল। পরে তাঁদের চিকিৎসকের কাছে পাঠানো হয়।’’
আরও পড়ুন, Amritsar train accident: চলতি বছরের কিছু ট্রেন দুর্ঘটনা
#Visuals from Haryana: Fire had broken out in the front coach of Kalka Howrah Express b/w Dhirpur to Dhoda Khedi Railway Station, near Kurukshetra earlier this morning. No casualties reported. 2 passengers, facing breathing difficulties, shifted to hospital. Train movement normal pic.twitter.com/rujacZG6fU
— ANI (@ANI) November 27, 2018
কী থেকে আগুন লাগল? শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ঘটনায় ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
ফরেন্সিক পরীক্ষার পরই অগ্নিকাণ্ডের আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের জেরে ২ ঘণ্টারও বেশি দাঁড়িয়ে থাকে কালকা-হাওড়া মেল। পরে আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে সরানো হয়। এরপরই অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে ফের হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি। তবে এ ঘটনার জেরে ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
উল্লেখ্য, চলতি মাসেই ধুবুলিয়ার কাছে ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারে ধোঁয়া দেখা যায়। যদিও এ ঘটনাতে কেউ হতাহত হননি। অগ্নিনির্বাপণযন্ত্র দিয়েই সেই আগুন আতঙ্ক সামলান চালক ও সহকারি চালক।
Read the full story in English