Advertisment

গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া, বন্দে-ভারত ট্রেনে আগুন, ছড়াল চূড়ান্ত আতঙ্ক

আগুন লাগার খবর পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Breaking news,abp News,bhopal,MP News,Vande Bharat Express,Vande Bharat Fire

আগুন লাগার খবর পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন। মুহুর্তেই কালো ধোঁয়ায় ভরে গেল বন্দে ট্রেনের C-14 বগি। ঘটনার জেরে চূড়ান্ত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে ব্যাটারি থেকেই ঘটেছে আগুন লাগার ঘটনা। আপাতত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

Advertisment

দিল্লি থেকে ভোপালগামী বন্দে ভারত ট্রেনে আগুন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে সকল যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে বের করে আনা হয়েছে। সোমবার সকালে, রানি কমলাপতি স্টেশন থেকে নিজামুদ্দিনের উদ্দেশ্যে রওনা হওয়া বন্দে ভারত-এর C-14 বগিতে আগুন ধরে যায়। জানা গিয়েছে ব্যাটারি থেকেই বগিতে আগুন ধরে যায়। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে বগিতে মোট ৩৬ জন যাত্রী ছিলেন। তাদের সকলকে নিরাপদে বের করা আনা হয়েছে। কোচের ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। বন্দে ভারত ট্রেনটি ভোপাল থেকে সকাল ৫:৪০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ব্যাটারি বক্স থেকে এই আগুনের সূত্রপাত। রেলসূত্রে জানানো হয়েছে আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস নেতা অজয় ​​সিং, আইএএস অবিনাশ লাভানিয়া সহ বহু মানুষ বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করছিলেন। এই ঘটনার পর পুরো ট্রেনটি খালি করা হয়। মধ্যপ্রদেশের রানি কমলাপতি স্টেশন এবং দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনের মধ্যে চলা এই ট্রেনটি মধ্যপ্রদেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

Vande Bharat
Advertisment