Advertisment

দাউদাউ করে জ্বলে উঠলো পুরী এক্সপ্রেসের এসি কোচ, কান্নার রোল, আর্তনাদ...

ফের দুর্ঘটনার কবলে দুরপাল্লার ট্রেন, ছড়াল আতঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Durg-Puri Express, Odisha, East Coast Railway, Balasore, Coromandel Express

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। আবারও ঘটনাস্থল সেই ওডিশা। দাউদাউ করে জ্বলে উঠলো পুরী এক্সপ্রেস। বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। রেলসূত্রে খবর ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের বি-১ কোচে আচমকাই আগুন লাগে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হৈ-চৈ পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনার জেরে ট্রেন থামিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়।

Advertisment

রেল কর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর নেই। ব্রেক প্যাডে সংঘর্ষের কারণেই আগুন ধরেছে বলেই জানা গিয়েছে। রেল সূত্রে খবর, 'কোচের ভিতরে আগুন লাগেনি। শুধুমাত্র ব্রেক প্যাডে আগুন লাগার ঘটনা ঘটে। একঘন্টারও কম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১১ টা নাগাদ ট্রেনটি আবার নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়'।

ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এখন পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর বিহারের অন্তত ১৯ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর (ডিএমডি) এই তথ্য দিয়েছে।ট্রেন দুর্ঘটনায় বিহারের বিভিন্ন জেলার অন্তত ৫০ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে যে বুধবার কমপক্ষে ১২ জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।

Train Accident
Advertisment