বিরাট দুর্ঘটনা। আগুনে ঝলসে গেল ফলকনুমা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। জানা গিয়েছে সেকেন্দ্রাবাদে ঢোকার কিছু সময় আগেই এসি কোচে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের বেশ কয়েকটি কামরাতেও। চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রিরা। বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই।
জানা গিয়েছে তেলাঙ্গানার বোম্মাইপল্লী এবং পাগিডিপল্লীর মাঝে আগুন লাগার জেরে ফলকনুমা এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এস৪, এস৫, এস৬ বগিতে আগুন ছড়িয়ে পড়ে বলেই খবর। এক্সপ্রেসের এই তিনটি কোচে পরপর আগুন লাগায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে চিৎকার জুড়ে দেন যাত্রীরা।
বালেশ্বর ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তার মাঝেই হাওড়া-সেকেন্দ্রাবাদ যাওয়ার ফলকনুমা এক্সপ্রেসে বিরাট আগুন। (ট্রেন নম্বর - 12703) প্রাথমিক ভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই ট্রেনে আগুন লাগে। রেল সূত্রে খবর আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সতর্ক করা হয়। যার জেরে এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।
বোম্মাইপল্লী এবং পাগিডিপল্লীর মধ্যে ট্রেনটি সেকেন্দ্রাবাদে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক ট্রেনটি থামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। খবর পেয়ে রেলের জিএম অরুণ কুমার জৈন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।