Advertisment

Firecracker Explosion: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৪, আহত বহু, হাহাকার-কান্না!

কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মানুষজন বিস্ফোরণের শব্দ শুনতে পান।

author-image
IE Bangla Web Desk
New Update
UP fire

ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি দল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। প্রতিনিধিত্বমূলক ছবি/এক্সপ্রেস আর্কাইভ

উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় আতশবাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলেও খবর। দুর্ঘটনার খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisment

দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকার্য্যের নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশ বলছে, দুপুর ১২টা নাগাদ ওই আতশবাজি তৈরির কারখানায় আগুন লাগে। যার জেরে চার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় যে চারজন প্রাণ হারান তারা সকলেই কারখানার ভিতরেই ছিলেন। পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব এ ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত মানুষজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। একজন পুলিশ কর্তা জানিয়েছেন যে মৃতদের মধ্যে একজনের নাম শিব নারায়ণ যিনি ওই কারখানায় কাজ করতেন। “আমরা অন্যদের দেহগুলি শনাক্ত করার চেষ্টা করছি"। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

Firecracker
Advertisment