Advertisment

Firing at Salman Khan's home: সলমনের বাড়িতে গুলি চালিয়েছে লরেন্সের গ্যাং-ই! বাইক চুরির অভিযোগে গ্রেফতারও হন শ্যুটার বিশাল

গুলি চালানোর ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে মুম্বই পুলিশ কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
salman khan

সলমনের বাড়িতে গুলি চালিয়েছে লরেন্সের গ্যাং-ই! বাইক চুরির অভিযোগে গ্রেফতারও হন শ্যুটার বিশাল

রবিবার মুম্বইতে সালমান খানের বাংলোর বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহভাজনদের মধ্যে একজন এর আগে ২০২০ সালে প্রথমবারের মত বাইক চুরির একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং তাকে তিহার জেলে পাঠানো হয়।

Advertisment

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বিশাল ওরফে কালু, রবিবার মুম্বইতে সালমান খানের বাংলোর বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহভাজনদের মধ্যে অন্যতম। রবিবার ভোরে বান্দ্রা এলাকায় সালমান খানের বাসভবনে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মামলাটি এখন ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় একটি সিসিটিভি ফুটেজে মুম্বই পুলিশ কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে তুলে ধরেছে। যেখানে বিশালকে অন্য একজনের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। যদিও তদন্তের খাতিরে পুলিশ এখনই এই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আনে নি।

এদিকে, জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোই একটি ফেসবুক পোস্টে সালমান খানের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছেন। “বর্তমানে, লরেন্স গুজরাটের জেলে বন্দী রয়েছেন । এদিকে রবিরারের ঘটনার জেরে বাড়ানো হয়েছে সলমান খানের নিরাপত্তা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং ভারত-কানাডার ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার বেশ কয়েকবার সলমান খানকে খুনের হুমকি দিয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে বান্দ্রা এলাকায় অবস্থিত 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এর বাইরে দুই ব্যক্তি চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এই ভবনেই থাকেন অভিনেতা সলমান খান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশাল ৯ ই নভেম্বর, ২০২০-এ, গুরগাঁও থেকে একটি মোটরবাইক চুরির ঘটনায় পুলিশ কর্মীদের হাতে ধরা পড়েন। তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। চুরির প্রথম মামলার পরে, তার বিরুদ্ধে ২০২৩ সালে ডাকাতি, ছিনতাই এবং অস্ত্র আইনের অধীনে তিনটি মামলা দায়ের করা হয়।

salman khan
Advertisment