Advertisment

পাকিস্তানের জয় উদযাপন, UAPA ধারায় জম্মু-কাশ্মীরের পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর

পুলিশের নজরে জম্মু ও কাশ্মীরের একাধিক মেডিক্যাল পড়ুয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
firs against students of J&K for allegedly celebrating Pakistans win against India in T20 World Cup

T-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে 'বিরাট' হার ভারতের।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের জয় উদযাপন করে পুলিশের নজরে জম্মু ও কাশ্মীরের একাধিক মেডিক্যাল পড়ুয়া। ইতিমধ্যেই দু'টি এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ রুজু করেছে পুলিশ। অভিযোগ, জম্মু-কাশ্মীরের দু'টি মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন পড়ুয়া একটি হোটেলে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের উদযাপন করেছেন।

Advertisment

পড়ুয়াদের উদযাপনের ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, পড়ুয়ারা একটি হোটেলে মিলিত হয়েছেন। এবং পাকিস্তানের জয়ের জন্য উল্লাস প্রকাশ করছেন ও তা উদযাপন করছেন। জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়ারা জম্মু-কাশ্মীরের গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও শের-ই-কাশ্মীর ইন্সটিটিউটের ডাক্তারির ছাত্র।

আরও পড়ুন- পাকিস্তানের জয়ে ভারতে কেন বাজি ফাটানো হচ্ছে! মেজাজ হারিয়ে বিস্ফোরণ শেওয়াগের

ঘটনার খবর জানতে পেরেই তদন্ত শুরু করে জম্মু-কাশ্মীরের পুলিশ। ওই দুই মেডিক্যাল কলেজের হোস্টেল ওয়ার্ডেন ও ভিডিওতে যেসব পড়ুয়াদের দেখা যাচ্ছে তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। দু'টি এফআইআর করণ নগর ও সৌরা থানায় দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার টি২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় । পড়শি চির প্রতিদ্বন্দ্বী দেশের কাছে ১০ উইকেটে ম্যাচ হারেন বিরাট কোহলিরা। বিশ্বকাপের মঞ্চে যেকোনও ফর্ম্যাটে পাকিস্তান এই প্রথম ভারতকে হারল। ফলে গোটা পাকিস্তানে উৎসবের আবহ। উল্টো ছবি এ দেশে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir Jammu & Kashmir Srinagar india pakistan
Advertisment