scorecardresearch

সুদান ছাড়ল ভারতীয়দের প্রথম ব্যাচ, সংঘর্ষবিরতির মধ্যেও গোলাগুলি অব্যাহত

গোপন পথে নিজেদের দেশের নাগরিকদের সুদান থেকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো।

Sudan crisis

মঙ্গলবার টানা দশম দিনের মতো সুদানে সংঘর্ষ অব্যাহত ছিল। যদিও একজন মার্কিন আধিকারিক বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে তিন দিনের সংঘর্ষবিরতির বিষয়ে আলোচনা হয়েছে। অথচ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী খার্তুম শহরের মধ্যে ভারী গুলি বিনিময় এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে, ভারত সরকার সুদান থেকে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন ‘কাবেরী’ চালু করেছে। সোমবার পোর্ট সুদানে পৌঁছে যাওয়া ৫০০ জন ভারতীয়র মধ্যে ২৭৮ জন নৌবাহিনীর জাহাজ আইএনএস ‘সুমেধা’য় চেপে জেড্ডার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গত ২৩ এপ্রিল জারি করা রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর (ওসিএইচএ)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সুদানের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী এবং আধাসামরিক দ্রুত সহায়তা বাহিনীর মধ্যে এই গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩,৭০০ জনেরও বেশি।

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার জানিয়েছেন যে মানবিক সহায়তা এবং বিদেশিদের সরানোর সুবিধা করে দিতে আলোচনার মাধ্যমে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি সফল হয়েছে। যুদ্ধরত পক্ষ— জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের অধীনস্ত সুদানের সামরিক বাহিনী এবং জেনারেল মহম্মদ হামদান দাগালের অধীনস্ত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা (আরএসএফ) আলাদা বিবৃতি দিয়ে এই যুদ্ধবিরতির বিষয়টিকে নিশ্চিতও করেছে।

আরও পড়ুন- ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতি সুদানে, বিদেশি নাগরিকদের নিরাপদে উদ্ধার শুরু

বেশিরভাগ দেশ তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এবার নাগরিকদের পালা। কিন্তু বিদেশি নাগরিকদের সরানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কারণ, স্থলভাগে পরিস্থিতি এখনও বিপজ্জনক বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। উদাহরণস্বরূপ, ব্রিটেন বলেছে যে তারা মঙ্গলবার থেকে অসামরিক নাগরিকদের জন্য বিমান চালানো শুরু করেছে। যদিও সুদান প্রশাসনের স্থানীয় আধিকারিকরা বলেছেন, যে দেশগুলো তাঁদের নাগরিকদের সুদান থেকে সরাতে চান, তাঁরা রাজধানী খার্তুমের বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না।

তাঁদের অন্য জায়গার কোনও বিমানবন্দর ব্যবহার করতে হবে। খার্তুম থেকে ওই সব ব্যক্তিদের গোপন পথে সরিয়ে নিয়ে যেতে হবে। যার প্রেক্ষিতে ব্রিটিশ বিদেশসচিব এই পরিস্থিতিটিকে, ‘বিপজ্জনক, অস্থির এবং অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানিয়েছেন, বিমান তো নামবে কিন্তু, ‘যেখানে নামবে, সেখানকার পরিস্থিতি কী হবে, তা আমরা অনুমান করতে পারছি না।’

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: First batch of indians leaves from port sudan