Advertisment

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে এবার করোনার থাবা

দক্ষিণ বাংলাদেশে রোহিঙ্গাদের শিবিরে প্রথম করোনা সংক্রমণের খবর মিলেছে। ওই শিবিরে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

রোহিঙ্গাদের শিবিরে থাবা বসাল করোনাভাইরাস। বাংলাদেশে রোহিঙ্গাদের শিবিরে ভাইরাস থাবা বসিয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশে রোহিঙ্গাদের শিবিরে প্রথম করোনা সংক্রমণের খবর মিলেছে। ওই শিবিরে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

Advertisment

রোহিঙ্গা শিবিরের এক ব্য়ক্তি ও কক্সবাজার জেলার এক বাসিন্দার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মিলেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সে দেশের রিফিউজি কমিশনার।

আরও পড়ুন: চতুর্থ দফার লকডাউনে বিরাট ছাড়! রেড জোনেও বিভিন্ন সুবিধা, বিধি নিষেধ আরোপের ভার রাজ্যের হাতে

সংবাদসংস্থা দ্য় অ্য়াসোসিয়েটেড প্রেসকে রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্য়েই চিকিৎসার ব্য়বস্থা করা হয়েছে। একইসঙ্গে করোনা রোগীদের চিহ্নিতকরণের জন্য় একটা দল তৈরি করা হয়েছে। রোহিঙ্গাদের শিবিরে যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে, সে জন্য় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, প্রতি বর্গ কিমি এলাকায় প্লাস্টিকের ঘরে দিন গুজরান করছে প্রায় ৪০ হাজার মানুষ। প্রতিটি প্লাস্টিকের ঘর কমপক্ষে ১০ বর্গ মিটারের। যেখানে ১২ জন পর্যন্ত থাকেন। উল্লেখ্য়, ২০১৭ সালের অগাস্ট থেকে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অধিকাংশ রোহিঙ্গা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus International news
Advertisment