দেশের ১৩০ জন ভিআইপি-র নিরাপত্তা পুনর্বিবেচনা করে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খতিয়ে দেখার পর একাধিক ভিআইপি-র কেন্দ্র প্রদত্ত নিরাপত্তার বহর কমানো হল এবং বেশ কয়েক জনের কেন্দ্রীয় নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অমিত শাহর মন্ত্রক। দ্বিতীয়বার ক্ষমতা লাভের পর এই প্রথম এমন 'পুনর্বিবেচনা' করল মোদী সরকার। এই ১৩০ ভিআইপি-র মধ্যে বিজেপি-আরএসএস নেতৃত্বও যেমন রয়েছে, তেমনই রয়েছেন অন্যান্য দলের নেতা ও রাজ্যপালেরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সাম্প্রতিক পুনর্বিবেচনার ফলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা প্রধান অখিলেশ সিং যাদবের কেন্দ্রীয় নিরাপত্তা কমানো হয়েছে। তিনি এতদিন এনএসজি নিরাপত্তা বলয়ে ঘোরাফেরা করতেন। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কমল নাথ এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদেরও নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। এই তালিকাতেই ঠাঁই পেয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম, সুরেশ রাণা এবং রাজীব প্রতাপ রুডি। আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারেরও নিরাপত্তা কমানো হয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জম্ম-কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে বিজয় কুমার এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল কলরাজ মিশ্ররা এবার থেকে আর কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন না।
যেসব ভিআইপিদের নিরাপত্তার বহর কমানো হয়েছে বা যাঁরা বাদ পড়েছেন, তাঁদের এবার থেকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে অমিত শাহর মন্ত্রক।
সূত্রের খবর, কেন্দ্র প্রদত্ত নিরাপত্তা থেকে বাদ পড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুই নাতনি এবং এক নাতি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কন্যা এবং নাতি এবং লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার।
কেন্দ্রীয় নিরপত্তা তালিকা থেকে আরও যেসব উল্লেখযোগ্য নাম বাদ পড়েছে, সেগুলির মধ্যে অন্যতম তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া প্রাক্তন সাংসদ অনুপম হাজরা, কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা, প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা আর চিদাম্বরম।
Read the full story in English