/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/uttarkashi-tannel-first-image.jpg)
প্রকাশ্যে আনা সেই ছবি।
উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। শ্রমিকের সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপ করছে প্রশাসন। এসবের মধ্যেই খানিকটা স্বস্তি। মঙ্গলবার প্রকাশ্যে এল উত্তরকাশীর সুড়ঙ্গে আটক থাকা শ্রমিকদের ছবি, ভিডিও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/uttarkashi-tunnel-trapped.jpg)
সুড়ঙ্গে ৬ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে পাঠানো এন্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে তোলা ছবি প্রকাশ্যে আনা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে , সুড়ঙ্গের ভিতর সারিব্ধভাবে দাঁড়িয়ে আছেন শ্রমিকেরা। একে-অপরের সঙ্গে কথা বলছেন। প্রত্যেকের মাথায় রয়েছে হলুদ রঙের হেলমেট। যা দেখে মনে হচ্ছে, আপাতত সুস্থই রয়েছেন ওই ৪১জন শ্রমিক।
Silkyara tunnel collapse: Relief for 41 trapped workers as Rescue teams establish Audio-visual communication
Read @ANI Story | https://t.co/yXTa7E0I38#UttarkashiTunnelRescue#Workers#Rescuepic.twitter.com/AEyDfqAoDp— ANI Digital (@ani_digital) November 21, 2023
ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এর ডিরেক্টর আংশু মনীশ খালখো এর আগে শ্রমিকদের অবস্থা বোঝার জন্য পাইপলাইনের মাধ্যমে ক্যামেরা প্রবেশ করানোর ইচ্ছা জানিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় দিল্লি নিয়ে আসা ওই ক্যামেরা সুড়ঙ্গে প্রবেশ করানো হয়।
উদ্ধারকারীরা সোমবার সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে পাইপের মাধ্যমে খুচুড়ি, জল সব নানা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করেছেন। উত্তরাখণ্ডের সিএমও এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করেছিলেন উদ্ধার অভিযান নিয়ে আলোচনা করত। মোদী আস্বাস দিয়েছিলেন যে, কেন্দ্র প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং সংস্থান সরবরাহ করছে এবং কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শ্রমিকদের নিরাপদে বের রে আনা হবে।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue operation | International Tunneling Expert, Arnold Dix says, "It's fantastic, of course, the news we have had over the last few hours. It is great to see the faces of those men that we are going to bring home. We have food going to… pic.twitter.com/t5f47dPgbu
— ANI (@ANI) November 21, 2023
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মীয়মান সুড়ঙ্গে ১২-ই নভেম্বর ভোরে ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েছে।
আরও পড়ুন-বদ্ধ সুড়ঙ্গে প্রায় ১০দিন! কোন পথে মোকাবিলায় এখনও বেঁচে আটকে থাকা ৪১ শ্রমিক?