গতমাসেই ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর কথা ফেসবুকে লেখায় বিপাকে পড়তে হয়েছিল আসামের এক শিক্ষককে। সোশাল দুনিয়ায় আবারও আপত্তিকর পোস্ট করায় বিড়ম্বনার মুখে পড়তে হল উত্তরপ্রদেশের ৫ বাসিন্দাকে। এবার মোদি নন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে ফেসবুকে আপত্তিকর কথা লিখেছিলেন ওই পাঁচজন। তবে শুধু যোগীর নামে নয়, আরএসএসের বিরুদ্ধেও আপত্তিকর কথা লেখেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্য প্রযুক্তি আইনে ওই পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অজয় প্রতাপ সিং জানিয়েছেন যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও আরএসএসের বিরুদ্ধে আপত্তিকর কথা ফেসবুকে লেখার অভিযোগে এফআইআর দায়ের করেন গৌরব গুপ্তা নামের এক ব্যক্তি। যে পাঁচজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে, তাঁরা হলেন, রানা সুলতান জাভেদ, জিশান, হারুন খান, শফিক ও কিং খান। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন যে, ওই পাঁচজন তাঁদের ফেসবুক পোস্টে যোগী আদিত্যনাথ ও আরএসএসের বিরুদ্ধে আপত্তিকর কথা লিখেছেন।
আরও পড়ুন, মোদির বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক পোস্টের অভিযোগের জেরে বিপাকে আসামের শিক্ষক
অন্যদিকে, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত ১৪ নভেম্বর ওই ফেসবুক পোস্ট করা হয়। তারপর থেকেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এফআইআর করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়দের একাংশ।
Read the full story in English