হিন্দু সংগঠনের নেতাদের খুন করার ষড়যন্ত্র করা হচ্ছিল। এমন খবর পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে ধরপাকড় শুরু করে। যার ফলস্বরূপ তামিল নাড়ুর কোয়েম্বাটোর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দু সংগঠনের কয়েকজন নেতাকে খুনের চক্রান্তের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল চেন্নাই থেকে আসা চারজনকে প্রথমে আটক করে বিশেষ তদন্তকারী শাখা। ওই চারজনের গতিবিধি সন্দেহজনক হওয়াতেই তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, আরও এক ব্যক্তিকে আটক করা হয় ওই চারজনের সঙ্গে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অপর ব্যক্তি ওই চারজনকে নিতে এসেছিলেন। এ ঘটনায় বাকি চারজনের মতো, ওই ব্যক্তিকেও প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চার ব্যক্তি জানান যে, একটি বিয়েবাড়িতে যোগ দিতেই তাঁরা এসেছিলেন।
আরও পড়ুন: নরেন্দ্র দাভোলকর হত্যায় যুক্ত সন্দেহে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত দুজনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ই আসল সত্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, হিন্দু মকাল কাটচির অর্জুন সম্পত ও হিন্দু মুন্নানির মুকাম্বিকাই মনিসহ কয়েকজন নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। এরপরই তাঁদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
ধৃত পাঁচজনের বিরুদ্ধে বেআইনি কাজ ও ষড়যন্ত্রের ধারায় অভিযুক্ত করা হয়েছে। আপাতত ধৃতদের সেন্ট্রাল জেলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হিন্দু সংগঠনের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ওই নেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।