/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-128.jpg)
কেদারনাথ যাত্রাপথে ভুমিধস, গাড়িতে সওয়ার পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু
রুদ্রপ্রয়াগে ভয়ানক ভূমিধস। কেদারনাথ যাত্রাপথে গাড়ি উল্টে মৃত্যু হল ৫ তীর্থযাত্রীর। কেদারনাথে যাওয়ার পথে ভুমধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫ তীর্থযাত্রীর।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসের কারণে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। রুদ্রপ্রয়াগ পুলিশ সূত্রে জানানো হয়েছে ভূমিধসের কারণে একটি গাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। গাড়িতে থাকা ৫ আরোহীর মৃত্যু হয়েছে।
VIDEO | Five people, including three pilgrims from Gujarat, died yesterday after being buried under the debris of a landslide on the Kedarnath Yatra route in Uttarakhand's Rudraprayag.
READ: https://t.co/UIONnh8BBIpic.twitter.com/8whiwA9JMU— Press Trust of India (@PTI_News) August 12, 2023
বিপোর্ট অনুসারে জানা গিয়েছে ১২ ঘণ্টা চেষ্টার পর ধ্বংসাবশেষ সরিয়ে গাড়িতে থাকা পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে সকলেই গুজরাটের বাসিন্দা।
উত্তরাখণ্ডের বেশিরভাগ জেলায় ১৪ আগস্ট পর্যন্ত লাল ও কমলা সতর্কতা জারি রয়েছে। ভূমিধসের পরে কেদারনাথগামী গুপ্তকাশী-গৌরীকুন্ড হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি।
आज मार्ग खोलते वक्त मलबे के अन्दर एक वाहन संख्या UK 07 TB 6315 (स्विफ्ट डिजायर) बहुत ही बुरी तरह से क्षतिग्रस्त दशा में मिला व इसमें सवार रहे 5 व्यक्तियों के शव भी बरामद हुए हैं। #Rescue#UKTrafficUpdate#RudraprayagPolice#UttarakhandPolicepic.twitter.com/VI33FD9ESq
— Rudraprayag Police Uttarakhand (@RudraprayagPol) August 11, 2023
রুদ্রপ্রয়াগ সহ উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। আবহাওয়া দফতর সূত্রে ১১ থেকে ১৪ অগাস্ট রাজ্যের ১৩ টি জেলার বেশির ভাগে 'রেড' এবং 'অরেঞ্জ' সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।