Advertisment

কেদারনাথ যাত্রাপথে ভুমিধস, গাড়িতে সওয়ার পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু

ভূমিধসের কারণে একটি গাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Five pilgrims,landslide,Kedarnath,Uttarakhand,Rudraprayag"

কেদারনাথ যাত্রাপথে ভুমিধস, গাড়িতে সওয়ার পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু

রুদ্রপ্রয়াগে ভয়ানক ভূমিধস। কেদারনাথ যাত্রাপথে গাড়ি উল্টে মৃত্যু হল ৫ তীর্থযাত্রীর। কেদারনাথে যাওয়ার পথে ভুমধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫ তীর্থযাত্রীর।

Advertisment

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসের কারণে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।  রুদ্রপ্রয়াগ পুলিশ সূত্রে জানানো হয়েছে ভূমিধসের কারণে একটি গাড়িটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। গাড়িতে থাকা ৫ আরোহীর মৃত্যু হয়েছে।

বিপোর্ট অনুসারে জানা গিয়েছে ১২ ঘণ্টা চেষ্টার পর ধ্বংসাবশেষ সরিয়ে গাড়িতে থাকা  পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে সকলেই গুজরাটের বাসিন্দা।

উত্তরাখণ্ডের বেশিরভাগ জেলায় ১৪ আগস্ট পর্যন্ত লাল ও কমলা সতর্কতা জারি রয়েছে। ভূমিধসের পরে কেদারনাথগামী গুপ্তকাশী-গৌরীকুন্ড হাইওয়েতে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি।

রুদ্রপ্রয়াগ সহ উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। আবহাওয়া দফতর সূত্রে ১১ থেকে ১৪ অগাস্ট রাজ্যের ১৩ টি জেলার বেশির ভাগে 'রেড' এবং 'অরেঞ্জ' সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Uttarakhand
Advertisment