/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/supreme-court-1.jpeg)
সুপ্রিম কোর্ট।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম মঙ্গলবার বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করার জন্য কেন্দ্রের কাছে তাঁদের দুজনের নাম সুপারিশ করে। তাঁরা যথাক্রমে এলাহাবাদ এবং গুজরাটের হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম মঙ্গলবারই তাঁদের দুজনের নাম সুপারিশ করে।
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য আগের পাঁচটি নাম সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। যদিও সেই নিয়োগ এখনও হয়নি। এর মাঝেই নতুন ২ বিচারপতির নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। গত বছরের ১৩ ডিসেম্বর, কলেজিয়াম কেন্দ্রের কাছে পাঁচটি নাম সুপারিশ করে। তাঁদের নিয়োগ এখনও করা হয়নি।
২৭ নয়, এবার থেকে ৩৪ জন বিচারপতি নিয়ে কাজ সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এই ঘোষণার ফলে নতুন সাতটি শূন্যপদের সৃষ্টি হয়েছে। গত বছরের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিযুক্তির জন্য পাঁচজনের নাম ঘোষণা করেছিল কলেজিয়াম । ওই পাঁচজন হলেন, বিচারপতি পঙ্কজ মিঠাল, বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি পি ভি সঞ্জয় কুমার, বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি মনোজ মিশ্র। অবশ্য এই পাঁচজনের নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোন সিদ্ধান্তে আসেনি।
বাকি দুই শূন্যপদে নিযুক্তির জন্য মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারের নাম প্রস্তাব করেছে কলেজিয়াম। বিচারপতি রাজেশ বিন্দালকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবে ২০০৬ সালের ২২ মার্চ নিযুক্ত হন। ২০২১ সালের ১১ অক্টোবর তাঁকে এলাহাবাদে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়।
অন্যদিকে বিচারপতি অরবিন্দ কুমারকে কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করা ২০০৯ সালের ২৬ জুন। স্থায়ী বিচারক পদে উন্নীত হন ২০১২ সালের ৭ ডিসেম্বর। ২০২১ সালের ১৩ অক্টোবর গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি আসনে বসেন তিনি। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজ্জু বারবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেন্দ্রের সঙ্গে কলেজিয়ামের সংঘাতের আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। কলেজিয়াম বলেছে যে দুটি নাম সুপারিশ করার সময় একাধিক দিক বিবেচনা করা হয়েছে।