মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ মাওবাদী। নিহতদের মধ্যে দুই মহিলাও আছে। রাজ্যের গড়চিরৌলি জেলার খোবরামেন্ধা জঙ্গলে সোমবার সকালে এই সংঘর্ষ বাঁধে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে জঙ্গল ঘেরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। এদিন ভোররাত থেকে শুরু হয় গুলি বিনিময়। সকাল সাড়ে ৭টা নাগাদ ৩ মাওবাদীকে নিকেশ করে সাফল্য পায় রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে না পেড়ে এলাকা ছাড়ে মাওবাদীরা। সেই পরিত্যক্ত ঘাঁটি থেকে তিনটি প্রেসার কুকার বোমা উদ্ধার করে বাহিনী।
এদিন ইন্ডিয়ান এক্সপ্রেসকে মহারাষ্ট্র পুলিশের ডিআইজি (গড়চিরৌলি রেঞ্জ) সন্দীপ পাতিল বলেন, ‘গোয়েন্দা সুত্রে খবর পেয়ে ২৫ জন মাওবাদীদের একটি দলের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। সোমবার সকালে রাজ্য পুলিশের বিশেষ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে তারা। আমরা পাল্টা জবাব দিলে তিন জন পুরুষ এবং দুই জন মহিলার মৃত্যু হয়েছে। এরা প্রত্যেকেই মাওবাদী সংগঠনের সদস্য।‘
তিনি বলেন, 'বেকায়দায় পড়ে ঘাঁটি পরিত্যক্ত করে চম্পট দেয় বাকিরা। তল্লাশি অভিযানে রাইফেলের ম্যাগাজিন, কার্তুজ, ইলেকট্রিক তার, তিনটি প্রেসার কুকার বোমা, রেশন সামগ্রি এবং বাজি বানানোর মশলা উদ্ধার করা হয়েছে।‘
সেই পুলিশকর্তা আর বলেছেন, ‘মাওবাদীদের দুটি দলের ২৫ জন সদস্য ঘাঁটি গেড়েছিল। বড়সড় নাশকতার ছক ছিল। সেটা বানচাল করা গিয়েছে।‘